• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় 'নিয়ম ভেঙে' কাজ করা নিয়ে যা বললেন পরমব্রত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ আগস্ট ২০১৭, ১৯:৫৭

ঢাকায় ‘ফেলুদা’ সিরিজের নাটকে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

এতে 'নিয়ম ভেঙে' অভিনয় করার অভিযোগে জিডি করেছেন টিভিকেন্দ্রিক ১৩টি সংগঠনের জোট এফটিপিও'র সদস্য সচিব ও ডিরেক্টর গিল্ডের সভাপতি গাজী রাকায়েত।

গেলো ২ আগস্ট বনানী থানায় তিনি এ জিডি করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ‘ভয়ংকর সুন্দর’ ছবির প্রিমিয়ার শোতে এসেছিলেন পরমব্রত। সেখানে এ সম্পর্কে মুখ খোলেন তিনি।

পরমব্রত জানান, 'জিডি হয়েছে এটা শুনেছি। সম্ভবত এটা ভুল বোঝাবুঝি থেকে করেছেন তিনি। নিজেদের মধ্যে আলোচনা করলে এ সমস্যার সমাধান সম্ভব। এ নিয়ে নির্মাতার সঙ্গে এরই মধ্যে আলোচনাও হয়েছে বলে জেনেছি।'

তিনি বলেন, 'যতটুকু জানি, এ সংক্রান্ত অনুমতি নেয়া হয়েছে। আইনী সমস্যা নেই। যা হয়েছে, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা কেটেও যাবে।'

পরমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশের দু'টি চলচ্চিত্রে কাজ করেছেন। শুক্রবার তার অভিনীতি ‘ভয়ংকর সুন্দর' ছবিটি দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

নিয়ম মেনেই পরমব্রত বাংলাদেশে কাজ করছেন বলে দাবি করলেন, ক্যান্ডি প্রডাকশনের প্রধান শাহরিয়ার শাকিলও। তিনি বলেন, বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh