• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেবদাস’র দিলীপ কুমার হাসপাতালে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ আগস্ট ২০১৭, ১২:৫৯

ডিহাইড্রেশনে(শরীরের পানি কমে যাওয়া) আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের ‘দেবদাস’ ছবির কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে।

বুধবার সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিহাইড্রেশন রোগে আক্রান্ত অভিনেতা দিলীপ কুমারকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনো আগের মতোই আছে।

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হাসপাতালে তোলা দিলীপ কুমারের একটি ছবি তার ভাতিজা শাহীন নিজের টুইটারে পোস্ট করেছেন।

তিনি ছবির ওপরে লিখেছেন, ইউসুফ আংকেল(দিলীপ) মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে রয়েছেন। আশা করি, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, ৯৪ বছর বয়সী এ অভিনেতা সাম্প্রতিক বছরগুলোতে বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

তার পারিবারিক বন্ধু উদয়া তারা নায়ার জানিয়েছেন, দিলীপ কুমার দু’দিন ধরে জ্বরে ভুগছেন।

১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে শেষবারের মতো দেখা যায় কিংবদন্তি এ অভিনেতাকে। এছাড়া ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’ ও ‘কর্মা’র মতো দর্শকপ্রিয় ছবিগুলোতে অভিনয় করেছেন।

১৯৯৪ সালে দিলীপ কুমারকে ভারতের ‘দাদাসাহেব ফালকে’ ও ২০১৫ সালে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করা হয়।

১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্ম গ্রহণ করেন দিলীপ। ইউসুফ খান নামেও পরিচিত তিনি। ১৯৯৭ সালে তাকে দেশটির সর্বোচ্চ সিভিলিয়ান অনার নিশা-ই-ইমতিয়াজ পুরস্কার প্রদান করা হয়।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh