• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাবার জন্য গান নিয়ে সনি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুলাই ২০১৭, ২২:১৪

২০০৫ সালের মে মাসের ১২ তারিখ বাবাকে হারাই। বাবাকে হারানোর পর থেকে ১ মিনিটের জন্যও ভুলতে পারিনি। বাবার মায়া মমতা আর ভালোবাসার কথা সব সময়ই মনে পড়ে। তাইতো যখনই কারো বাবা নাই মা নাই শুনি তখনই কেমন দূর্বল হয়ে পড়ি। প্রতিটি মুহুর্তে বাবা হারানো বেদনায় মনোকষ্টে বাবার স্মৃতি হাতরিয়ে বেড়াই। বলছিলেন অভিনেতা-নির্মাতা সনি রহমান।

এবার বাবাকে নিয়ে মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানটি নির্মাণ করেছেন সনি নিজেই। মন কাননে ব্যথা জাগে, বাজে ব্যথার বীন, শূন্য ঘরে বসে আছি- এমনই কথার গানটি লিখেছেন মামুন সারওয়ার। সুর করেছেন রোকনুজ্জামান ও সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। ভিডিওতে বাবার ভূমিকায় আছেন আফতাব উদ্দীন। সম্প্রতি পূবাইলে গ্রামীণ পটভূমির গল্পে ভিডিওটির শুটিং শেষ হয়েছে।

সনি রহমান বলেন, পৃথিবীতে আমার কাছে বাবা-মা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। বাবা মার ভালোবাসার চেয়ে কোনো ভালোবাসা হতে পারে পারে না। অনেকই আছেন যারা বাবা-মা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা ওনাদের মর্ম বোঝেন না। তাইতো কারো কারো বাবা-মাকে শেষ বয়সে বৃদ্বাশ্রমে থাকতে হয়। বাবা-মাকে কষ্ট দেয়া অনেক বড় অপরাধ। যারা আমার মত বাবাকে হারিয়ে বাবা শুন্যতা অনুভব করেন, তারাই বলতে পারবে যে বাবা হারানোর যন্ত্রনা কতটা কষ্টের হতে পারে। আর এই কষ্ট অনুধাবনের প্রতিছবিই এই মিউজিক ভিডিও।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh