• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাস্টিন বিবার চীনে নিষিদ্ধ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০১৭, ২০:৫৩

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারকে নিষিদ্ধ করেছে চীন। ফলে সংগীত পরিবেশনের জন্য সে দেশে যেতে পারবেন না তিনি। এর মূল কারণ খারাপ আচরণ।

আর এজন্যই এ তারকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং’স মিউনিসিপ্যাল ব্যুরো অব কালচার।

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, যারা বিনোদন দেন কিন্তু আচরণ ভালো নয় তাদের পারফর্ম করতে অনুমতি দেয়া উচিত হবে না। এতে বলা হয়, ‘জাস্টিন বিবার সামাজিক জীবন ছাড়াও চীনে চার বছর আগে সংগীত পরিবেশনের সময় ধারাবাহিক খারাপ আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব আচরণ জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আশা করি, তার কথাবার্তা ও চলাফেরায় যখন উন্নতি ঘটবে তখনই তিনি সাধারণ মানুষের প্রিয় গায়ক হয়ে উঠবেন।’

বেইজিং সংস্কৃতি ব্যুরোর ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা ঘোষণার পর এক ভক্ত বলেন, ‘জাস্টিন বিবার অনেক পুরস্কার জিতেছেন। তার অবশ্যই প্রতিভা আছে। চীনা ভক্তরা কেন তার প্রশংসা করার অধিকার পাবে না?’

বিবার এ বছর দেশটিতে গান গাইতে যাবেন বলে গেলো জানুয়ারিতে চীনা গণমাধ্যমে প্রকাশিত হয়।

এছাড়া ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’এর অংশ হিসেবে সেপ্টেম্বর ও অক্টোবরে আবার এশিয়ায় আসার কথা বিবারের। ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও হংকংয়ে সংগীত পরিবেশন করবেন তিনি।

সবশেষ ২০১৩ সালে চীনে অনুষ্ঠিত কনসার্টে গান গেয়েছেন বিবার। তখন নিজের দেহরক্ষীরা তাকে কোলে নিয়ে গ্রেট ওয়ালে গেলে সমালোচনার মুখে পড়েন তিনি। এর পরের বছর জাপানের বিতর্কিত ইয়াসুকুনি যুদ্ধ মঠে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সমালোচনা হওয়ায় পরে এটি মুছে ফেলেন তিনি। তবে ততক্ষণে ইনস্টাগ্রামে ৬ লাখ ৬০ হাজার লাইক পড়ে যায়।

জাস্টিন বিবারের আগে চীনে নিষিদ্ধ ঘোষিত হন বিখ্যাত গায়িকা লেডি গাগা, বোর্ক ও বন জোভি। তিব্বতিদের ধর্মগুরু দালাইলামাকে সমর্থন জানানোই কাল হয়েছে তাদের।

সি/

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
যেকোনো মূল্যে সিন্ডিকেট সভা চান বিএসএমএমইউ উপাচার্য
ভারতের উত্তর প্রদেশে নিষিদ্ধ হলো মাদরাসা
X
Fresh