• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনার উদ্দেশে যা বললেন তারিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জুন ২০২২, ১৭:৫৪
শেখ হাসিনার উদ্দেশ্যে যা বললেন তারিন

বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে গত শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে পদ্মা পার হওয়ার দুর্ভোগ পোহাতে হবে না। দক্ষিণাঞ্চলের মানুষ সারাজীবন পদ্মা সেতুর সুবিধা ভোগ করবেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ লোক এসে জড়ো হয়েছিলেন। শোবিজের অনেক তারকাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন। তাদেরই একজন গুণী অভিনেত্রী তারিন জাহান। অনুষ্ঠান মঞ্চের সামনেই তোলা কিছু ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তিনি।

Collage-Maker-26-Jun-2022-05-36-PM

ক্যাপশনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারিন লিখেছেন, ‘লালন করার মতো একটি ঐতিহাসিক মুহূর্ত এটি। স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে সালাম জানাই। বাংলাদেশের মানুষ আপনার কাছে অনেক কৃতজ্ঞ।’

তিনি আরও লেখেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন। আপনি আবারও করে দেখিয়েছেন যে, আপনি প্রতিশ্রুতি রাখতে পারেন। আপনি আমাদের গর্ব। পদ্মা সেতু আমাদের গর্ব। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোন।’

সবশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি যোগ করেছেন। লিখেছেন, ‘যতবারই হত্যা করো, জন্মাবো আবার; দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস।’

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা  
X
Fresh