• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরিবারসহ প্রাণে বাঁচলেন গায়ক রূপঙ্কর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ১৮:২১
পরিবারসহ প্রাণে বাঁচলেন গায়ক রূপঙ্কর

কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। অবশেষে নিরাপত্তা রক্ষীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিছুটা ক্ষয়ক্ষতি হলেও নিরাপদে আছেন বাগচী পরিবার।

রূপঙ্করের স্ত্রী জানান, ‘আমাদের দুটো রান্নাঘর। চিমনিও দুটি। একটি রান্নাঘর আধুনিকভাবে খোলা জায়গায় সাজানো। অন্যটি, একটু পুরোনো ধাঁচের। সেখানেই আমাদের রান্নার দিদি নিয়মিত রান্না করেন। কয়েক দিনের ছুটিতে তিনি অনুপস্থিত। শনিবার (২১ মে) রাতে হঠাৎ মহুলের (রূপঙ্করের মেয়ে) রান্নার ইচ্ছে জাগে। সে আধুনিক রান্নাঘরের চিমনি জ্বেলে রান্নার তোড়জোড় করতে থাকে। কিন্তু দীর্ঘদিন ব্যবহার না করায় চিমনিতে পাখি বাসা বেঁধেছে, সেটা আমরা জানতাম না। চিমনিটি যে জ্বলছে না, মহুলও সেটি দেখেনি। বিশেষ পদের উপকরণ জোগাড়ে সে ব্যস্ত ছিল।’

তিনি আরও জানান, ‘বেশ কিছুক্ষণ পর চিমনির মোটর চালু হয়। তার অল্প সময় পরেই বিস্ফোরণ। চিমনিতে আগুন ধরে যায়। নিমেষে চিমনির মধ্যে থাকা পাখির বাসাতেও আগুন ছড়িয়ে পড়ে। শুকনো খড়, কাঠিতে ঘর ভর্তি। ততক্ষণে চারপাশের ল্যামিনেট করা কাঠের ক্যাবিনেটেও আগুন ছড়িয়ে পড়েছে! আচমকা অঘটনে কিংকর্তব্যবিমূঢ় সবাই।’

এ ঘটনায় রূপঙ্কর সমানে পানি ঢাললেও আগুন নেভাতে পারেননি। এ সময় বুদ্ধি করে সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে দেন গায়কের স্ত্রী। অন্ধকার ঘরে তখন শুধুই আগুনের শিখার আলো, যা আবাসনের বাকি বাসিন্দাদেরও সজাগ করে দেয়। পরে সবার চেষ্টায় অগ্নি নির্বাপক দিয়ে আগুন নেভানো হয়। তবে এখনও তাদের কারও মন থেকেই আতঙ্কের রেশ কাটেনি।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
X
Fresh