• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

একসঙ্গে ১৩টি গান প্রকাশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ মে ২০২২, ১৬:৫০
একসঙ্গে ১৩টি গান প্রকাশ

দেশের খ্যাতিমান সুরকার, গীতিকার ও সংগীতজ্ঞ মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ। দীর্ঘ সংগীত জীবনে এ পর্যন্ত তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক কিংবদন্তি সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন। এবার মিউজিক ভিডিও আকারে তার লিখিত ও সুর আরোপিত ১৩টি নতুন গান প্রকাশ করেছেন।

গত রোববার (২২ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গানগুলো প্রকাশ করা হয়। গানগুলোর শিরোনামগুলো হলো- পড়ে কি মনে, অবাক আলোয়, এখন সময় হলো, বাইরে শ্রাবণ, কেনো চলে যেতে, কারে কারে বলি, কোনো রাত, মেঘ এসে ছুঁয়ে যায়, ফিরে ফিরে চেয়ে, রং এ তোমায় সাজাবো, গাছের সারি, তুমি ছাড়া কে বা, তুমিতো এখনও।

সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় ও সম-সাময়িক সংগীতের বিশিষ্ট গায়িকা পিউ মুখার্জি। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন পণ্ডিত তেজেন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে গায়িকা পিউ মুখার্জি নির্বাচিত ৬টি গান পরিবেশনা করে অতিথিদের মুগ্ধ করেন। মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহর ঘনিষ্ঠজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণাঢ্যভাবে সম্পাদিত হয়।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
অনেকে বলেছে আমি জেমসের বিকল্প: জেনস সুমন
শটগান নিয়ে জমি মাপায় বাধা স্বেচ্ছাসেবক লীগ নেতার
আতিফ আসলামের কনসার্টে গান গাওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ মাশা
X
Fresh