• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নীলুর গানে প্রিয়জনকে হারানোর ব্যথা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ মে ২০২২, ১৩:৪৯
নীলুর গানে প্রিয়জনকে হারানোর ব্যথা

নব্বই দশকের আধুনিক বাংলা গানের জনপ্রিয় গায়কদের একজন মখলেছুল ইসলাম নীলু। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত এই শিল্পী তিন যুগের ক্যারিয়ারে ছয়টি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এ ছাড়াও অসংখ্য অনুষ্ঠানে গেয়েছেন তিনি। সম্প্রতি রবিউল ইসলাম জীবনের কথায় ‘আমার হতে হতে তুমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন এই গায়ক।

গানটির সুর করেছেন শাওন গানওয়ালা। সংগীতায়োজনে আদিব কবির। গানের সঙ্গে মিল রেখে গল্প সাজিয়ে এর ভিডিও নির্মাণ করেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন মডেল ইমরান ও সুস্মিতা।

গানটি প্রসঙ্গে মখলেছুল ইসলাম নীলু বলেন, ‘অনেক দিন পর এবার নতুন গানে কণ্ঠ দিয়েছি। যে ধরনের মেলোডি গান আমার পছন্দ এটি তেমনই। গানের কথায় প্রিয়জনকে হারানোর ব্যথা উঠে এসেছে। গানটির জন্য এরইমধ্যে ভালো সাড়া পাচ্ছি।’

প্রসঙ্গত, ‘সুখ পাখি উড়ে গেছে’, ‘সাগরের নীল থেকে’, ‘তোমারই জন্যে’, ‘আমার যে দিকটায় তুমি’, ‘বরষার রিমঝিম’-এমন অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন মখলেছুল ইসলাম নীলু।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh