Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

সোনাক্ষীর বিয়ের রহস্য ফাঁস!

সোনাক্ষীর বিয়ের রহস্য ফাঁস!

বিয়ে করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ইতোমধ্যে বাগদানও সেরেছেন- সোশ্যাল মিডিয়ায় এমন গুঞ্জনই ছড়িয়ে পড়ে। অবশেষে ফাঁস হলো তার বিয়ের আসল রহস্য।

সম্প্রতি ইনস্টাগ্রামে সোনাক্ষীর পোস্ট করা কয়েকটি ছবিতে নায়িকার বাগদানের গুঞ্জন চাউর হয়। কারণ, তার আঙুলে সাদা ডায়মন্ডের আংটি নেটজনতার নজর কাড়ে। তার ওপর এক ছবিতে পাশ থেকে আরেকজন রহস্যময় ব্যক্তি নায়িকার হাত ধরে আছে। অন্যটিতে সোনাক্ষী ওই ব্যক্তির হাত ধরে রেখেছেন। তার মুখে উচ্ছ্বাসের হাসি।

ert

রহস্যের জটলা খুলতে বুধবার (১১ মে) নতুন ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘ঠিক আছে, আমার মনে হয় আমি তোমাদেরকে যথেষ্ট টিজ করেছি! আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর মধ্যে একটি সত্য হয়েছে। অবশেষে আমি উদ্যোক্তার জগতে পা রেখেছি এবং আমি আপনাদের সঙ্গে সুখবরটি ভাগ করার জন্য অপেক্ষা করতে পারিনি। আমি আমার নিজস্ব ব্র্যান্ড SOEZI লঞ্চ করেছি।’

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS