Mir cement
logo
  • ঢাকা রোববার, ২২ মে ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২২, ১৯:৪৪
আপডেট : ১১ মে ২০২২, ১৯:৫০

'জুতা' খুলে ভাইরাল সালমান, কিন্তু কেন?

'জুতা' খুলে ভাইরাল সালমান, কিন্তু কেন?

বলিউডের ভাইজান সালমান খান। সম্প্রতি ‘ধরমবীর’ নামে একটি মারাঠি সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ নিজের জুতা খুলে ভাইরাল হলেন তিনি। কে বা কারা সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন এমন কাণ্ড ঘটিয়েছেন ভাইজান?

জানা গেছে, মঞ্চে ছত্রপতি শিবাজির একটি মূর্তি রাখা ছিল। এ ছাড়াও শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে এবং তার স্ত্রী মীনাতাই ঠাকরের ছবিও ছিল। ‘ধরমবীর’ সিনেমাটি আনন্দ দিঘের জীবনীতে নির্মিত হওয়ায় তার ছবিও রাখা হয়েছিল। মঞ্চে উপস্থিত সকলেই মূর্তি ও ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন। সেখানে দাঁড়িয়েই নিজের জুতা খুলতে শুরু করলেন সালমান। তারপর এগিয়ে গিয়ে শিবাজি, বালা ঠাকরেসহ বাকিদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

সালমানের এমন আদবে উপস্থিত সবাই বিস্মিত হন। নেটমাধ্যমেও তার এমন আচরণ প্রশংসা কুড়ায়।

প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে সালমান খান ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তার ছেলে আদিত্য। এ ছাড়াও ভাগ্যশ্রী, জ্যাকি শ্রফসহ শো-বিজের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS