বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ১০ মে ২০২২, ১৯:৪৪
কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা আর নেই

কিংবদন্তি সন্তুরবাদক শিবকুমার শর্মা আর নেই।
মঙ্গলবার (১০ মে) সকালে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করে।
সকাল ৯টার দিকে হার্ট অ্যাটাক হয় শিবকুমার শর্মার। সব কাজকর্ম ঠিকঠাক মতোই করছিলেন তিনি। আগামী সপ্তাহে ভোপালে তার শো ছিল। যদিও তার ডায়ালাইসিস চলছিল; তারপরও সক্রিয় ছিলেন। কিন্তু সর্বশেষ আর পারলেন না মৃত্যুর সঙ্গে। চলে গেলেন না ফেরার দেশে।
প্রসঙ্গত, ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জম্মুর একটি সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্ম শিবকুমারের। তার বাবা উমা দত্ত শর্মা ছিলেন প্রথিতযশা সংগীতশিল্পী। মাত্র পাঁচ বছর বয়স থেকেই শিবকুমার তার বাবার কাছ থেকে শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।
মন্তব্য করুন