Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৫ জুন ২০২২, ১১ আষাঢ় ১৪২৯

অশ্লীল দৃশ্য : আমি সামনে থাকলেও পেছনে অনেকেই থাকত, জানালেন পলি

অশ্লীল দৃশ্য : আমি সামনে থাকলেও পেছনে অনেকেই থাকত, জানালেন পলি

ঢাকাই সিনেমার এক সময়ের বিতর্কিত নাম পলি। অশ্লীল সিনেমার নায়িকা হিসেবে অবিহিত করা হলেও দর্শকের কাছে সব সময়ই কাঙ্ক্ষিত নায়িকা ছিলেন তিনি। ব্যাপক খোলামেলা রূপে পর্দায় হাজির হয়ে খুব অল্প সময়েই দর্শক হৃদয়ে কাঁপন ধরিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে পর্দার আড়ালেই রয়েছেন এই নায়িকা। সবশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ সিনেমায় দেখা গেছে তাকে।

পলির বিরুদ্ধে পর্দায় অশ্লীলতা ছড়ানোর বিস্তর অভিযোগ থাকলেও সব অভিযোগকে নাকচ করে এই নায়িকার দাবি, ‘অশ্লীলতা কী আমি এখনও বুঝি না। যারা এগুলো বলেন, তারা ঠিক বলেন না।’

তার ভাষ্য, ‘আমি বুঝি কমার্শিয়াল সিনেমা। একজন প্রযোজক যখন সিনেমায় ইনভেস্ট করেন, সেই টাকা ফেরত না পেলে পরবর্তীতে তিনি আর সিনেমা বানাবেন না। একটু কমার্শিয়াল না করলে হিট করবে কি করে! আমি অশ্লীল কিছু করিনি, কমার্শিয়াল সিনেমা করেছি।’

পলি আরও বলেন, ‘আমার ফ্যামিলি জানতো এটি পুরোটাই নকল। ক্যামেরার সামনে আমি থাকলেও তার পিছনে আরও অনেকেই থাকত। সুতরাং তারা কখনো বিষয়গুলো অন্যভাবে দেখতো না।’

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে পলির সাহসী দৃশ্যে বুঁদ হয়েছিল দর্শকমহল। সে সময় তার কাছে একের পর এক সিনেমার প্রস্তাব আসতে থাকে। তার অভিনীত ১১৩ টি সিনেমার বেশির ভাগই ব্যবসা সফল।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS