• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২২, ০৮:৫৩
ঈদের যষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন

আজ রবিবার, ৮ মে ২০২২, ২৫ বৈশাখ, ১৪২৯। একনজরে জেনে নিন আরটিভির আজকের ঈদ আয়োজন-

১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘সবার উপরে প্রেম’, অভিনয়ে শাকিব খান, শাবনুর, ফেরদৌস প্রমুখ।

২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘জিরো পয়েন্ট’। পরিচালনায় প্রসুন রহমান। অভিনয়ে তারিক আনাম খান, সাবেরী আলম, খায়রুল বাসার, নিলাঞ্জনা নীলা, নিলাঞ্জনা নীলা, আরশ খান, সামিরা খান মাহি প্রমুখ।

৫ টা ২০ মিনিটে বিশেষ বেলিব্রেটি টকশো ‘ফান উইথ মুজা’। অতিথি: মুজা, উপস্থাপনা সামিরা খান মাহী। প্রযোজক উজ্জল রহমান।

৬ টা ০৩ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বড় মিয়া ছোট মিয়া’। রচনা সেজান নূর, গল্প ও পরিচালনা শামীম জামান। অভিনয় করেছেন সারিকা, আখম হাসান, শামীম জামান, জুই করিম, রাশেদ মাসুম অপু, তারিক স্বপন, চিত্রলেখা গুহ, শামীম, শেলী আহসান প্রমূখ।

৭টা ০৫ মিনিটে একক নাটক ‘কাকতাল প্রেম’। রচনা মঈনুল সানু, পরিচালনা এস আর মজুমদার। ঋষি কৌশিক, তাসনিয়া ফারিন, সায়কা আহমেদ, বাশার বাপ্পী প্রমুখ।

৮টায় একক নাটক ‘সন্ধ্যে নামার আগে’। গল্প সালাহউদ্দিন বিজয় ও পরিচালনা আলম আনোয়ার। অভিনয়ে চিত্রানায়িকা মৌসুমী, তৌসিফ মাহবুব, আনন্দ খালেদ, জয়নাল প্রমুখ।

৯ টা ১০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘৫ টন’। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয় শিল্পী সালাহউদ্দিন লাভলু, শায়লা সাবি, আব্দুল্লাহ রানা, রাশেদ মামুন অপু, হিন্দোল রায়, পারসা ইভানা প্রমূখ।

৯ টা ৩০ মিনিটে একক নাটক ‘কুহককাল’। রচনা শফিকুর রহমান শান্তুনু ও পরিচালনা আলোক হাসান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ফারিয়া শাহরিন, নিশাত প্রিয়ম প্রমুখ।

১১ টা ৫ মিনিটে একক নাটক ‘সিকিউরিটি গার্ল’। রচনা মারুফ হোসেন সজিব, পরিচালনা পনির খান। অভিনয়ে তানজিন তিশা, সাবেরী আলম, নরেশ ভুঁইয়া, কাজী উজ্জ্বল প্রমুখ।

১১ টা ৫৫ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান ‘কালার্স অব ফোক’। পর্ব চাটগাইয়া গান। সম্ভাব্য শিল্পী সন্দীপন, ইলমা বখতিয়ার, শাহরিয়ার চৌধুরী। প্রযোজক সোহাগ মাসুদ।

১২ টায় নিউজ টপটেন।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে প্রদর্শনের উপযোগী নয় রাফির ‘অমীমাংসিত’
নতুন সিনেমায় বুবলী
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
X
Fresh