• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আলোচনায় অপূর্ব-ফারিন অভিনীত নাটক (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২২, ১৮:০৩

আরটিভির সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালায় ঈদের প্রথম দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হয় একক নাটক ‘একটা নির্জন দুপুর চাই’। রহমান মোস্তাফিজ পাভেলের রচনা ও সৈয়দ শাকিলে পরিচালনায় নাটকটিতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী তাসনিয়া ফারিন, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া। এ ছাড়া আরও অনেকেই অভিনয় করেন।

এদিকে নাটকটি প্রচার হওয়ার পর থেকেই বেশ আলোচনায় চলে আসে। ৪ এপ্রিল বুধবার আরটিভির নিজস্ব ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়। এরপর আলোচনা আরও বেশি বাড়তে থাকে। দর্শকরা জানাতে থাকেন তাদের মন্তব্য। অনেকে মন্তব্য করেন যে অপূর্বের এ বছরের সেরা অভিনয় এই নাটকেই করেছেন। অন্যদিকে ফারিনেও অভিনয়েও মুগ্ধ হয়েছেন।

দুই দিনে নাটকটির ভিউ হয়েছে প্রায় ৫ লাখ, কমেন্টবক্সে দর্শকের মন্তব্য পড়েছে প্রায় ২২শ’। নাটকটিতে লাইক প্রায় ১৯ হাজারের ওপরে।

নাটকের গল্পে দেখা যায়, রং-বেরঙের ঢাকা শহরে সুমন একজন চিরচেনা বেকার যুবক। একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছে সুমন, চাকরি হচ্ছে না কোথাও। চিলেকোঠার বাসা ভাড়া তিন মাস বাকি, বাড়িওয়ালা যেকোনো সময় বাসায় তালা দেবে। দোকানের বাকি পরিশোধ করতে না পারায় রান্নার চুলা বন্ধ। গ্রামের বাড়িতে মা অসুস্থ, টাকা পাঠাতে হবে।

এ রকম এক ক্রাইসিসে সুমনের একমাত্র টিউশনিটাও চলে যায়। চারদিকে শুধু অন্ধকার। শত হতাশার মাঝেও সুমনের একমাত্র রিলিফ একটা ফোনকল। নাম পরিচয়হীন এক মেয়ে তাকে প্রতিদিন ফোন দেয়, তাকে নতুন করে স্বপ্ন দেখায়। কথার শ্রোতে সুমন প্রতিদিন লাস ভেগাস, আটলান্টা, শিকাগো, লিভারপুর টু চানখারপুল সব জায়গায় ঘুরে আসে। মজার ব্যাপার হচ্ছে, সুমন মেয়েটির নাম পর্যন্ত জানে না। বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, মেয়েটি এড়িয়ে গেছে। এমন কি সুমন কখনো মেয়েটিকে ফোন দিতে পারে না, মেয়েটিই তাকে ফোন দেয়।

হঠাৎ একদিন সুমনের সবকিছু চেঞ্জ হয়ে যায়, স্বপ্নের মতো। ঘরের সামনের ময়লা উপচানো বাকেট পরিস্কার হয়ে গেছে, ছাদে গাছের ডালে অবহেলায় শুকা দেয়া ভেজা কাপড়গুলো রশিতে দুলছে বাতাসে। তিন মাসের বকেয়া বাসা ভাড়া পরিশোধ হয়ে গেছে। বহু কাঙ্ক্ষিত সেই চাকরিটাও পেয়ে গেল। কোন রহস্যের ছোঁয়ায় এসব হলো, ভেবে পায় না সুমন। কিন্তু খুশিতে সুমন সেই মেয়েটিকে ফোন দিয়ে ফেলে, শুরু হয় নতুন গল্প।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বড় ছেলে’র নতুন রেকর্ড 
ঈদে অপূর্ব-সাফার ‘ভালোবাসার কয়েকটা দিন’
সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসান-ফারিণ
রঙিন থেকে সাদাকালো, আহা জীবন!
X
Fresh