• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২ হাজার কোটির মাইলফলকে আমিরের 'দঙ্গল'

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুন ২০১৭, ১৬:৪৩

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। তার অভিনীত 'পিকে' সিনেমাকে টপকে গেছে তারই আরেক ছবি 'দঙ্গল'। এটাই এখন বলিউডে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবি।

দেশ-বিদেশ মিলিয়ে ৩০১ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। ভারতীয় মুদ্রার হিসেবে ১৯৩০ কোটি ছাড়িয়ে ২০০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় 'দঙ্গল'।

ফোর্বস'র তথ্য অনুযায়ী ৩০১ মিলিয়ন আয়ের মধ্যে ১৭৯.৮ মিলিয়ন আয় হয়েছে চীন থেকে আর ৮৪.৪ মিলিয়ন আয় হয়েছে ভারতে।

চীনের 'দ্য মারমেইড' (৫৩৩ মিলিয়ন ডলার), ফ্রান্সের 'ইনটাচেবলস' (৪২৭ মিলিয়ন ডলার), চীনের 'মনস্টার হান্ট' (৩৮৬ মিলিয়ন ডলার) এবং জাপানের 'ইয়োর নেম' (৩৫৪ মিলিয়ন ডলার) এর আগে ভিন্ন ভাষার ছবির তালিকায় সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে অন্তর্ভুক্ত ছিল। এ তালিকার পঞ্চম অবস্থান দখল করেছে মহাবীর ফোগটের জীবন নিয়ে তৈরি 'দঙ্গল'।

চীনে 'থ্রি-ইডিয়ট' মুক্তির পর আমির খানের জনপ্রিয়তা বাড়ে। এরই ধারাবাহিকতায় 'পিকে' মুক্তি পায় চীনে। যা চায়না বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করে।

মুক্তির আগেই আমির খান ছবিটির প্রচারণা চালাতে বেইজিং, সাংহাই এবং চ্যাংডু ভ্রমণ করেছিলেন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh