• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় চিত্রায়িত 'মন যে উড়ে'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৭, ১১:০৮

অস্ট্রেলিয়ার সিডনিতে বেশ পরিচিত ডিজে সায়েম। তার গানে, র‍্যাপে এবং পারফর্মেন্স সত্যিই উপভোগ্য। আগেও অনেক গান প্রকাশ করেছেন সিডনিতে। তবে এবার তিনি ঢাকা জয় করার প্রত্যাশা করেছেন।

প্রকাশ করেছেন নিজের নতুন গান 'মন যে উড়ে'। শুধু গানই না সঙ্গে রয়েছে আন্তর্জাতিক মানের ভিডিও।

গানটিতে ডিজে সায়েমের অনবদ্য র‍্যাপে অংশের বাইরে কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন অ্যাছেস খান। গানটির কথা-সুর যৌথভাবে দু'জনেই করেছেন। আর সঙ্গীতায়োজন করেছেন ডিজে সায়েম নিজেই।

অস্ট্রেলিয়ার সিনেফেক্ট এন্টারটেইনমেন্ট ও কারিগরি প্রতিষ্ঠান স্ট্যাশ মোশনের সহায়তায় গানের ভিডিওটি তৈরি করেছেন অ্যানি সাবরিন ও ডিজে সায়েম।

যেখানে দুই কণ্ঠশিল্পীর সঙ্গে মডেল হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার এক ডজন মডেল। এ বিশেষ ভিডিওটি ১১ জুন প্রকাশ পেয়েছে সিএমভি'র ইউটিউব চ্যানেলে।

সায়েম সিডনি থেকে বলেন, 'আমরা যারা নিজের দেশ থেকে দূরে থাকি, তারা কিন্তু বাংলাদেশটাকে বুকে নিয়েই ঘুমাই রোজ। ফলে আমাদের গান আন্তর্জাতিক মানের হবে, বিশ্বসঙ্গীতের তালিকায় বাংলা গানও থাকবে- সেই স্বপ্নটা বরাবরই দেখি। আমাদের এ গানটি সেই স্বপ্নের পথে এগিয়ে যাবার জন্য একটি ধাপ মাত্র। সেই চেষ্টাটাই করেছি'।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh