logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

শাহরুখ-আনুষ্কার নতুন ছবির নাম কী?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৮ জুন ২০১৭, ২১:৪৩ | আপডেট : ০৮ জুন ২০১৭, ২১:৫২
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল সেই নাম। কখনো শোনা গিয়েছিল 'রেহেনুমা' কখনো বা 'দ্য রিং‍' অথবা 'রাউলা'।

তবে শাহরুখ খান ও আনুষ্কা শর্মা অভিনীত আপকামিং ছবির নাম '‌জব হ্যারি মেট সেজল‍' চূড়ান্ত হয়েছে।

আনুষ্কা শর্মার বলিউডে হাতেখড়ি হয়েছিল কিং খানের সঙ্গে ‍'রাব নে বনাদে জোড়ি‍'তে অভিনয় করে। এরপর শাহরুখের ‍'জব তক হ্যায় জান‍' ছবিতেও সেকেন্ড লিড চরিত্রে অভিনয় করেছেন আনুষ্কা।

সে হিসেবে '‌জব হ্যারি মেট সেজল‍' এ জুটির তৃতীয় চলচ্চিত্র।

এদিকে শোনা গেছে 'রেহেনুমা‍' নামই নির্মাতাদের প্রথম পছন্দ ছিল। এটি উর্দু শব্দ। দ্বিতীয় পছন্দ ছিল 'রাউলা‍'। এটা পাঞ্জাবী শব্দ।

কিন্তু শেষ প‌র্যন্ত হিন্দি শব্দকে গুরুত্ব দিতে গিয়েই ছবির নাম '‌জব হ্যারি মেট সেজল' রাখা হয়েছে। আসছে ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি।


এইচএম 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়