• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যারা উন্নয়নের জন্য কাজ করবে তাদেরই ভোট দিয়েছি : বুবলী

  ২৮ জানুয়ারি ২০২২, ১৬:৫৭
যারা উন্নয়নের জন্য কাজ করবে তাদেরই ভোট দিয়েছি : বুবলী
ছবি : আরটিভি

চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ উপলক্ষে এফসিডিতে এখন নায়ক-নায়িকাদের মিলনমেলা। অনেক শিল্পীই দীর্ঘদিন পর তাদের প্রিয় এফডিসিতে এসেছেন। তারা ভোট দিতে এসে বেশ স্মৃতিকাতর হয়ে পড়েন। অন্যদিকে অন্যান্য তারকাদের মতো ভোট দিতে এসেছেন চিত্রনায়িকা বুবলী।

ভোট দেওয়া শেষে আরটিভি নিউজকে বুবলী বলেন, ‘দারুণ উৎসবমুখর পরিবেশে ভোট চলছে৷ অনেকদিন পর এফডিসি এসে ভালোই লাগছে। শিল্পীদের নিরাপত্তার কথা ভেবে, যে ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো। শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে দুই বছর পর পর আমাদের মিলনমেলা হয়। এ দিনটি আমাদের আনন্দের।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর সবাইকে পেয়ে ভালো লাগছে। যারা উন্নয়নের জন্য কাজ করবে তাদেরকেই ভোট দিয়েছি। আশা করি, যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের কল্যাণে কাজ করবে।’

নির্বাচনে শিল্পীদের কাদা-ছোড়াছুড়ি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘শিল্পীদের নির্বাচন নিয়ে যেসব আলোচনা হচ্ছে এটা স্বাভাবিক। এতটুকু হতেই পারে। ভোট দিতে এসে সুন্দর পরিবেশ পেয়েছি। ভোটের দিন দুটি প্যানেল হলেও নির্বাচনের পরের দিন আমরা সবাই সমান। শিল্পীদের কোনো ভেদাভেদ নেই।

তিনি যোগ করেন, ‌‘অনেকেই প্যানেল পরিবর্তন করেছে এটা আমি পজিটিভভাবে দেখছি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ভোট যুদ্ধ মনে হচ্ছে না। সবাই আনন্দমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।’

কেইউ/এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা
চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে যত আয়োজন
৪ মাস বেতন না পেয়ে বিপাকে এফডিসি কর্মকর্তা-কর্মচারীরা
X
Fresh