• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আরটিভিতে আজ যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২২, ১২:১৫
আরটিভিতে আজ যা দেখবেন
ছবি : আরটিভি

বিকাল ৫টা ৩০ মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান- ‘হাত বাড়িয়ে দিলাম’। গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনা- সৈয়দা মুনিরা ইসলাম।

সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না আওয়ার’।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে টকশো ‘মিট দ্য লিডার’।

রাত ৮টায় ড্যানিশ আরটিভি ইয়াং স্টার। প্রযোজক সোহাগ মাসুদ।

রাত ৯টা ৫ মিনিটে লাইভ: ‘আরটিভি করোনা হেল্প লাইন’

রাত ৯টা ২০ মিনিটে প্রতিদিনের ধারাবাহিক নাটক- ‘শান্তি মলম ১০ টাকা’। রচনা ও পরিচালনা- হিমু আকরাম। এতে অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রান রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল, মাসুদ রানা মিঠু, শফিক খান দিলু প্রমুখ।

রাত ১০ টায় সাগর জাহানের রচনা ও রুমান রুনির পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফাইভ স্টার মেস’। এতে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, তৌসিফ, নাঈম, অপর্ণা ঘোষ, আখম হাসান, কোয়েল, রাইসুল ইসলাম আসাদ, মনিরা মিঠু, আরফান আহমেদ, শবনম পারভীন, তারিক স্বপন, শরিফুল প্রমুখ। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার।

রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০ মিনিটে ‘গণতন্ত্র সংলাপ’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

কেইউ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh