Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

প্রকাশ্যে এলো বিরুশকা কন্যা ভামিকা

ছবি : সংগৃহীত

নেটাগরিকদের থেকে কিছুটা আড়ালেই ছিল ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড নায়িকা আনুশকা শর্মার মেয়ে ভামিকা। তবে দীর্ঘ সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে বিরুশকা কন্যা। স্টেডিয়ামের গ্যালারিতে আনুশকা বিরাটের খেলা দেখছিলেন। তার কোলেই ছিল ভামিকা। এই ফাঁকেই ক্যামেরাবন্দি ভামিকার ছবি ও ভিডিও এবং মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল।

অনেকেই ভামিকার সঙ্গে বিরাট কোহলির ছোটবেলার ছবির মিল খুঁজছেন। টুইটার ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ভামিকা। তারকা জুটির এ সন্তানকে কেউ কেউ ছোট কোহলি, কোহলির কপি বলেও মন্তব্য করেছেন।

গত বছরের ১১ জানুয়ারি ভামিকার জন্ম হয়। কিন্তু এ যাবত মেয়ের মুখ দেখাননি বিরুশকা জুটি। সামাজিক মাধ্যমে মেয়ের বেশ কিছু ছবি পোস্ট করলেও সেসব ছবিতে ভামিকার চেহারার দেখা মেলেনি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS