• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আজ শিল্পকলায় মঞ্চায়িত হবে প্রাচ্যনাটের ‘পুলসিরাত’

অনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২২, ১২:১৪
ছবি : সংগৃহীত

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একা‌ডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে বিখ্যাত উপন্যাস ‘মেন ইন দ্য সান’ অবলম্বনে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির উপন্যাস ‘পুলসিরাত’ অনুবাদ করেছেন মাসুমুল আলম। নাট্যরূপ দিয়েছেন ম‌নিরুল ইসলাম রু‌বেল এবং নির্দেশনায় তৌফিকুল ইসলাম ইমন।
মহাকাল নাট্যসম্প্রদায় আয়োজিত ‘বাংলা নাট্য উৎসবে’ স্বাস্থ্যবিধি মেনে নাটকটি মঞ্চায়িত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ।
এ নাটক সম্পর্কে নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন জানান, তিনজন মানুষের জীবনযুদ্ধ তুলে ধরা হয়েছে এই নাটকে। এতে কোনো ধর্মীয় বিষয় নেই। কিন্তু ভাগ্য অন্বেষণের তাড়নায় মানুষগুলো শান্তির ঠিকানা খুঁজে পায় কি না, তা এই নাটকে দেখতে পাবেন দর্শক।

টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
মঞ্চে ফিরছে ‘মাধব মালঞ্চী’
ভোটের প্রচারে দেব, ভেঙে পড়ল মঞ্চ
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
X
Fresh