Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

রেমো ডি’সুজার শ্যালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রেমো ডি'সুজার শ্যালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার রেমো ডি'সুজার শ্যালক জেসন ওয়াটকিনসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷

গেল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জেসনের মুম্বাইয়ের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাড়িতে ফিরে রেমোর শ্বশুর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অভিযোগ করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ভারতীয় এক গণমাধ্যমে ঘনিষ্টজন জানিয়েছে, জেসন কিছুদিন ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। যার কারণে হয়তো এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে বাড়ি থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

এদিকে ঘটনার সময় বন্ধুর বিয়ের জন্য ভারতের পর্যটন নগরী গোয়ায় অবস্থান করছিলেন রেমো ও তার স্ত্রী লিজেল। ভাইয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন লিজেল। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভাইয়ের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কেন? তুমি আমার সঙ্গে এমনটা কী করে করতে পারলে, কোনো দিন তোমাকে ক্ষমা করব না।’ মায়ের সঙ্গে ভাইয়ের এক ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ক্ষমা কোরো মা, আমি ব্যর্থ।’

অন্যদিকে রেমো ইনস্টাগ্রামে জেসনের সাথে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আপনি আমাদের হৃদয় ভেঙে দিয়েছেন ভাই। আশা করি এ মৃত্যু আপনাকে অবশেষে মুক্তি দিয়েছে। শান্তিতে বিশ্রাম নিন।'

প্রসঙ্গত, জেসন তার বোন জামাই রেমো পরিচালিত বহু কাজে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং তিনিও শিল্পের অংশ ছিলেন।

এনএস/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS