• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

৯০ বছরের আইনজীবী বিয়ে করায় যা বললেন আসিফ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২২, ২০:২৮
৯০ বছর বয়সে বিয়ে করায় যা বললেন আসিফ
ছবি : সংগৃহীত

কুমিল্লার প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল ৯০ বছর বয়সে বিয়ে করেছেন। পাত্রী ৩৭ বছর বয়সী মিনোয়ারা আক্তার। গতকাল থেকেই এই বিয়ে টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে অনেকেই ট্রোল করলেও সাধুবাদ জানিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

ফেসবুকে ৯০ বছর বয়সে বিয়ে করাকে সাধুবাদ জানিয়ে আসিফ লেখেন, ‘কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের পাঁচ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসমাঈল হোসেন চাচা এখন টক অব দ্যা কান্ট্রি। কোনো অপরাধ করেননি তিনি, নব্বই বছর বয়সে বিয়ে করে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন। কুমিল্লায় পাশাপাশি থাকি একই মহল্লায়, আত্মীয়তা না থাকলেও পারিবারিকভাবে আমরা সম্পৃক্ত। প্রায় ছয় ফিট লম্বা ও সুন্দর মানুষ তিনি। আইনজীবী হিসেবেও যথেষ্ট প্রথিতযশা। চাচার পাঁচ ছেলে এক মেয়ে এবং নাতি-নাতনিরা ঘটকের মাধ্যমে উনাকে বিয়ে দিয়েছেন। চাচি মারা গেছেন আরও বেশ কিছু বছর আগে, দীর্ঘদিন অসুস্থ্যও ছিলেন। চাচার একাকিত্ব দূর করার জন্য সন্তানদের এই পদক্ষেপটা আমার কাছে অতুলনীয় মনে হয়েছে। নতুন চাচিও বলেছেন তিনি খেদমত করার মানসিকতা নিয়েই এই বিয়েতে সানন্দে রাজি হয়েছেন।

বাংলাদেশে এখন সব বিষয় নিয়ে খুব হাসাহাসি হয়।ফেসবুকে সভ্য আর অসভ্য একাকার হয়ে গেছে। কোনো একটা ঘটনা ঘটলে যাচাই-বাছাই ছাড়াই কমেন্ট বক্সে ফাজলামো শুরু হয়ে যায়। ঘটনার সাথে যেকোনোভাবেই সম্পৃক্ত না, সেও তার ফাতরা নাকটা ঢুকিয়ে দেবে, পারস্পরিক সম্মানবোধ আর সৌজন্যতা উঠেই গেছে প্রায়। একটা ইস্যু পেলেই জাতি এটা নিয়ে কয়দিন লেবু কচলানোর মধ্যে থাকে কাজ বাদ দিয়ে। সারা পৃথিবীতে আমরা একটা নির্মম রসিকতা পরায়ণ জাতি হিসেবে আবির্ভূত হয়েছি। রাষ্ট্র, সমাজ, মিডিয়া জনগণ সবই যেন ক্লাউনের ভূমিকায় এক কাতারে সামিল। আমরা ভুলে যাই প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে, আমাকে নিয়েও মানুষ মশকরা করতে পারে। যার জীবন তার চেয়ে পাবলিকের মনযোগ আরও বেশি। এক অদ্ভুত বেহায়াপনার সংস্কৃতি চলছে দেশে।

স্বামী-স্ত্রী সম্পর্কটা ঐশ্বরিক। স্বামী আগে মৃত্যুবরণ করলে সর্বসংহা নারীজাতি পরিবারের সাথে মিলিয়ে নিতে পারেন সহজে। স্ত্রী আগে মৃত্যুবরণ করলে সেই ভদ্রলোকটি হয়ে যান দুনিয়ার সবচেয়ে একা মানুষ। একটু চোখ বন্ধ করে ভবিষ্যৎ বাস্তবতাটা ভাবুন, তারপর চোখ খুলে আশপাশের উদাহরণে নজর দিন, একবার নিজেকে মিলিয়ে নিন সেই সঙ্গীহীন পরিস্থিতির সাথে। যদি মানুষ হন তাহলে হাসি, ফাজলামো-মশকরার উড়ে যাবে, অমানুষ হলে আর কোনো কথা নেই।

যতোই চেঁচামেচি করি বেগমের সাথে, আমি নিজেও চাই না আমার আগে বেগম আল্লাহর প্রিয় হয়ে যাক। স্বার্থপরের মতই নিজের একাকিত্বের ভৌতিক পরিস্থিতি উপলদ্ধি করে ভীত-সন্ত্রস্ত হয়ে যাই। এই ফেসবুক আমাদের আর কত অসভ্যতার চোরাবালিতে নিমজ্জিত করবে জানি না, একটু নিজের মতো ভালোভাবে বেঁচে থাকার অধিকারকে যারা দাঁত ক্যালানো মজার খেলা মনে করে- এরা মানুষের পর্যায়ে পড়ে না কখনোই। শ্রদ্ধেয় অ্যাডভোকেট ইসমাঈল হোসেন চাচা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, চাচিও আনন্দে থাকুন।

ভালোবাসা অবিরাম

কেইউ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, অতঃপর....
প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় যুবকের আত্মহত্যা
কলেজে বিয়ে, মাঠে খাওয়া-দাওয়া
বিয়ের জন্য যেমন মেয়ে পছন্দ জায়েদ খানের
X
Fresh