• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এফডিসিতে শত শত বহিরাগতদের আনাগোনা, আতঙ্কে শিল্পীরা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৪২
এফডিসিতে শত শত বহিরাগতদের আনাগোনা, আতঙ্কে শিল্পীরা!
ছবি: সংগৃহীত

আসন্ন শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে সরগরম এফডিসি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারকাদের মেলা বসছে। সহকর্মী ভোটাদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা, মেতে উঠছেন আড্ডায়।

তারকাদের উপস্থিতি থাকায় এফডিসিতে বেড়েছে বহিরাগতদের প্রবেশ। সংখ্যার হিসেবে শত শত। কেপিআইভুক্ত এলাকায় এত পরিমাণ বহিরাগতের প্রবেশে করোনা ছড়ানোসহ নানা আতঙ্কে ভুগছেন শিল্পীরা। পুলিশি পাহারা ও নিরাপত্তাকর্মী থাকার পরও এফডিসির মতো জায়গায় প্রতিদিন শত শত বহিরাগত ঢুকছে- বিষয়টি নিয়ে বিস্মিত শিল্পীরা।

তারা বলছেন, এফডিসিতে অপরিচিত মানুষের আনাগোনা বেড়েছে। এতে তারা আতঙ্কে রয়েছেন। বহিরাগতরা ভোটারদের প্রভাবিত এবং আতঙ্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান বলেন, ‘শিল্পীদের নির্বাচনে শিল্পীরা আসবে। এ ছাড়াও এফডিসি সংশ্লিষ্টরা কাজের জন্য এখানে আসবে। কিন্তু আসছে শত শত বহিরাগত মানুষ। আমরা শিল্পীরা তো বহিরাগতদের জন্য এফডিসিতে হাঁটতেই পারছিনা। এ অবস্থা কোনো দূর্ঘটনা ঘটারও আভাস পাচ্ছি। আমরা শিল্পীরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

একই অভিযোগ করলেন শিল্পী সমিতির এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সহসাধারণ সম্পাদকপ্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘এফডিসিতে প্রচুর বাইরের লোক প্রবেশ করছে। এতে করে আমাদের শিল্পীদের চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। ভোটের প্রচারণার চেয়ে সেলফিতে বেশি সময় দিতে হয়। এতে করে আমাদের ভোটের প্রচারণায় প্রচুর সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা এফডিসির এমডি মহোদয়ের কাছে গিয়েছিলাম। তাকে বিষয়টি অবগত করার পর তিনি বলেন, দেখুন এফডিসিতে তো আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে, এই পরিস্থিতিতে আমাদের গেইট ওপেন রাখতে হচ্ছে। তাই সাধারণ মানুষদের প্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না।’

সাইমন আরও বলেন, ‘দিন দিন শিল্পীদের উপস্থিতি এফডিসিতে বাড়বে। এভাবে সাধারণ মানুষের প্রবেশ ঠেকানো না গেলে আমরা এফডিসিতে চলতেই পারব না।’

ব্যবস্থাপনা নিয়ে এফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ‘প্রধান গেটে নিরাপত্তার দায়িত্বে আমাদের পুলিশ বাহিনী আছেন। অনেক সময় শিল্পীদের সঙ্গে দেখা করার কথা বলে ভেতরে প্রবেশ করে। সামনে নির্বাচন, সে জন্য আমরা দেখছি যেন বাইরের কেউ প্রবেশ করতে না পারে। আমরা চেষ্টা করছি।’

এনএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে জিতে যা বললেন মিশা সওদাগর
নির্বাচনে জিতে যা বললেন ডিপজল (ভিডিও) 
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
নির্বাচনে হেরে যা বললেন নিপুণ
X
Fresh