• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

নায়িকার গালের মতো মসৃণ রাস্তা বানানোর প্রতিশ্রুতি দিলেন নেতা! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৮:৫৭
নায়িকার গালের মতো মসৃণ রাস্তা বানানোর প্রতিশ্রুতি দিলেন নেতা! (ভিডিও)
প্রতীকী ছবি

ভোটের আগে নেতারা ভোটারদের নানান ধরণের প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে কোনো কোনো প্রতিনিধি তাদের প্রতিশ্রুতি পূরণে আপ্রাণ চেষ্টা করে। আবার কেউবা নেহায়াতই প্রতিশ্রুতি দেওয়া অবধি সীমাবদ্ধ থাকেন। ভোটের বাতাস থেমে গেলে নিজের প্রতিশ্রুতির কথাও ভুলে যান কোনো কোনো নেতা।

ঝাড়খণ্ডের জামতাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. ইরফান আনসারি। বিস্ফোরক মন্তব্য করে নেটদুনিয়ায় উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন তিনি। বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের মতো মসৃণ রাস্তা বানোনোর প্রতিশ্রুতি দিয়েছেন এই কংগ্রেস নেতা।

নিজের কেন্দ্রের জন্য নতুন রাস্তা বানানোর পরিকল্পনা করেছেন ড. ইরফান আনসারি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ঘোষণার ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, জামতাড়ার রাস্তাগুলো অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের মতো মসৃণ হবে। ১৪টি রাস্তার কাজ শিগগিরই শুরু হবে।’

কঙ্গনা রানাউত

এদিকে গত সপ্তাহেই বিতর্কে জড়িয়েছিলেন এই কংগ্রেস নেতা। ভারতের করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনি মন্তব্য করেন, বেশিক্ষণ মাস্ক পরে থাকলে শ্বাসকষ্ট হতে পারে। তাই সবসময় মাস্ক পরে থাকার প্রয়োজন নেই। একজন জনপ্রতিনিধি হয়ে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি।

তবে নায়িকাদের গালের মতো রাস্তা বানানোর প্রতিশ্রুতি ড. ইরফান আনসারি প্রথম দিয়েছেন তা কিন্তু নয়। কিছুদিন আগে মহারাষ্ট্রের মন্ত্রী ও শিব সেনা নেতা গুলাবরাও পাটি হেমা মালিনীর গালের সঙ্গে তার বিধানসভা এলাকার রাস্তার তুলনা করেছিলেন। যদিও পরবর্তী সময়ে তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

এখানেই শেষ নয়, গত বছর রাজস্থানের মন্ত্রী রাজেন্দ্র সিং ক্যাটরিনা কাইফের গালের সঙ্গে রাস্তার তুলনা করেছিলেন।

সূত্র: আনন্দবাজার

এনএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঙ্গনা-আলিয়া বিতর্কে বিস্ফোরক মন্তব্য রণদীপের
বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এডিবি, আরও সহায়তার প্রতিশ্রুতি
‘বলিউডের অনেক তারকা অবৈধ কাজ করেন’
বিয়ের প্রতিশ্রুতিতে ১৩ বছর ধরে ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার
X
Fresh