Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২০ মে ২০২২, ৬ জ্যৈষ্ঠ ১৪২৯

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৭:২৭
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৮:২০

সীমান্তর প্রথম বিজ্ঞাপনে অপু বিশ্বাস

সীমান্তর প্রথম বিজ্ঞাপনে অপু বিশ্বাস

‘আরটিভি তরুণ নির্মাতার নতুন গল্প’ প্রতিযোগিতার বিজয়ী আলভী রায়হান সীমান্ত প্রথমবারের মতো ওভিসি নির্মাণ করেছেন। ক্যারিয়ারের প্রথম বিজ্ঞাপনে পাচ্ছেন ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এই ওভিসিতে কাজের মাধ্যমে নতুন বছরে কাজ শুরু করেন এই নায়িকা।

গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) রাজধানীর নিকেতনে সাবু শপের একটি পণ্যের ওভিসির শুট করা হয়। একটি ইন্টারন্যাশনাল পণ্যের অথরাইজড ডিলার হিসেবে বাংলাদেশে নিয়ে আসে সাবু শপ। ওভিসি নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বারিশ হক। এর কোরিওগ্রাফার ছিলেন গৌতম সাহা। সাবু শপের সঙ্গে আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারাকারা যুক্ত হবেন বলে জানিয়েছেন সাবু।

তরুণ নির্মাতা এর আগে নাটক নির্মাণ করলেও প্রথমবার বিজ্ঞাপন নির্মাণ করেন। এদিকে অপু বিশ্বাস বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমার শুটিং করছেন। এ ছাড়া তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এনএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS