• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মস্কো চলচ্চিত্র উৎসবে 'ডুব'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০১৭, ১৮:১১

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'ডুব' যার ইংরেজি টাইটেল 'নো বেড অব রোজেস' এখনো দেশের সেন্সর বোর্ড থেকে সনদ পায়নি। ছবিটি বাংলাদেশ ও ভারতে মুক্তির কথা ছিল গেলো বৈশাখে।

এবার আলোচিত ছবিটি প্রদর্শিত হবে বিদেশের উৎসবে। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'ডুব' প্রধান প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের জন্য নির্বাচিত হয়েছে।

একই বিভাগে আরো প্রতিযোগিতা করবে ৯ টি দেশের ১০টি ছবি। ২২ জুন শুরু হয়ে উৎসব চলবে ২৯ জুন পর্যন্ত।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র।

প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এ বছর ফেব্রুয়ারিতে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে অনাপত্তি পত্র পায় 'ডুব'।

মেহের আফরোজ শাওনের বলেন, প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। যার কারণে ছবিটি মুক্তি পেলে নানা ধরনের বোঝাবুঝি হতে পারে।

তার আপত্তিতেই ছবিটি সেন্সর বোর্ড আটকে দেয়।


এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh