• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১০ দিন আইসিইউতে থাকতে হবে লতা মঙ্গেশকরকে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ০৯:৫৭
১০ দিন আইসিইউতে থাকতে হবে লতা মঙ্গেশকরকে

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন উপমহাদেশের নন্দিত গায়িকা লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর।

বুধবার হাসপাতাল সূত্রে জানা যায়, আগামি ১০থেকে ১২ দিন শিল্পীকে আইসিইউতে থাকতে হবে।করোনার পাশাপাশি লতার নিউমোনিয়া হওয়ার কথাও জানিয়েছেন চিকিৎসক। তাঁর চিকিৎসা চলছে। যদিও স্বস্তির খবর যে এখনও পর্যন্ত অক্সিজেনের সাহায্য নিতে হয়নি শিল্পীকে। অক্সিজেন স্যাচুরেশনও ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসক। আগামি ১০ দিন তাই কোনোরকম ঝুঁকি নিতে চান না চিকিৎসকেরা।

এর আগে সংবাদসংস্থা এএনআইকে লতার পরিবারের সদস্য রচনা জানিয়েছেন, গায়িকার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

সবাইকে অনুরোধ করে তিনি বলেন, ‘দয়া করা আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। দিদির জন্য প্রার্থনা করবেন। এই খবর শোনার পর থেকে এই বর্ষীয়ান গায়িকার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তাঁর ভক্তরা।

এর আগেও ২০১৯ সালের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর।

সূত্র: জি নিউজ

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১৪
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৪ জনের করোনা শনাক্ত
X
Fresh