Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

করোনামুক্ত হলেন নির্মাতা সৃজিত

বছরের প্রথম দিনই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। এর ১০ দিন পরে জানালেন, তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরিচালক নিজেই। করোনা থেকে সেরে ওঠায় অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে সৃজিতের করোনা আক্রান্ত হওয়া নিয়ে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। আবার অন্যদিকে এই সময়ে কেউ কেউ মৃত্যু কামনাও করেছে তার। পোস্টে এমনই লিখলেন সৃজিত। পরিচালক লিখেছেন, ‌‘অবশেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন, তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছে তাদেরও ধন্যবাদ (তাদের পরেরবার ভুডু করার পরামর্শ দিচ্ছি)।’

সৃজিত করোনা আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই মিথিলার মেয়ে আইরা করোনা পজিটিভ হয়। সংবাদমাধ্যমে মিথিলা জানান, আইরা করোনা পজিটিভ। গত ৩ দিন ধরে ওর জ্বর ছিল, তাই বুধবার করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওষুধ আগে থেকেই চলছিল, এখন ভালো আছে আইরা। এর দুদিন বাদেই আক্রান্ত হন মিথিলা। সৃজিত করোনা মুক্তি হলেও বাকি দুজনের এখনও পজেটিভ। তাই থাকছে হচ্ছে ঘরবন্দি।

কেইউ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS