Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১০ মাঘ ১৪২৮
discover

একসঙ্গে ৭০ সিনেমায় চুক্তিবদ্ধ গোবিন্দ

ফাইল ছবি

বিভিন্ন ব্লকবাস্টার সিনেমা দিয়ে এক দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন গোবিন্দ। কোটি ভক্তকে মাতিয়ে রখেছেন কমেডিনির্ভর অভিনয় ও নাচ দিয়ে।

জনপ্রিয়তা ও চাহিদায় এতটাই এগিয়ে ছিলেন গোবিন্দ, একই সময়ে একাধিক সিনেমায় কাজ করার জন্য সুপরিচিত ছিলেন তিনি। গোবিন্দ তার একটি সাক্ষাৎকারে একাধিক সিনেমায় কাজ করার বিষয়ে প্রথম কথা বলেছিলেন। ই-টাইমসের মতে, ওই সাক্ষাৎকারটি তার অভিনীত ‘ঘর মে রাম গালি মেন শাম’ সিনেমার শুটিং চলাকালে দেওয়া।

সেসময় অভিনেতার একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করার গুঞ্জনের গুজব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা স্বীকার করেছেন যে, তিনি একসঙ্গে মোট ৭০টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন।

যদিও পর্যাপ্ত সময় ছিল না বলে পরে তিনি সবগুলো সিনেমায় কাজ করতে পারেননি। কিছু সিনেমা থেকে পরিচালকরাই বাদ দিয়ে দেন। কিছু কিছু তিনি নিজে বাতিল করেন। এরপরও দিনে পাঁচটি সিনেমার শুটিং করতেন গোবিন্দ।

জনপ্রিয় অভিনেতা গোবিন্দকে শেষ দেখা গেছে কমেডি-ড্রামা ‘ফ্রাইডে’-তে। সিনেমাটি ২০১৮ সালের ১২ অক্টোবর মুক্তি পেয়েছিল।

টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS