• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আবৃত্তিশিল্পী হাসান আরিফের অবস্থা আশঙ্কাজনক

তরিকুল ফাহিম

  ১০ জানুয়ারি ২০২২, ১১:০৫
বেঙ্গল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে আবৃত্তি করছেন হাসান আরিফ । ফাইল ছবি।

দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দেড় মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন হাসান আরিফ। এর মধ্যেই গত শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
এ বিষয়ে আরটিভি নিউজকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, হাসান আরিফের অবস্থা শঙ্কামুক্ত নয়। তিনি লাইফ সাপোর্টে আছেন। তবে দুদিন আগে যে শঙ্কাটাপন্ন অবস্থা হয়েছিল, তার থেকে এখন একটু বেটার। প্রেসার নিয়ন্ত্রণে আছে। তবে তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন।
এ ছাড়া জোটের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফও এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও দেশের সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।

টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলেকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে হামলার শিকার চিকিৎসক বাবা
টনসিলের অপারেশন করার পর লাইফ সাপোর্টে শিশু
X
Fresh