logo
  • ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০, ১৫ মাঘ ১৪২৭

সালমানের 'টিউবলাইট'র দ্বিতীয় গান প্রকাশ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ জুন ২০১৭, ২২:২৬
বলিউডের সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা 'টিউবলাইট' আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সদ্য মুক্তি পেল ছবির দ্বিতীয় গান  'নাচ মেরি জান'। 

গানের ভিডিওতে সালমান খান এবং সোহেল খানকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। অফস্ক্রিন এ তারা যতটা ক্লোজ ততটাই ফুটে উঠেছে এ গানে।

ছবির গল্প ইন্দো চীনের যুদ্ধকে কেন্দ্র করে। সীমান্ত ঘিরে ১৯৬২ ইন্দো চীন যুদ্ধের কথা সবার জানা। হিমালয় এলাকায় সীমান্তই ছিল এই যুদ্ধের মূল কারণ। এছাড়া দালাই লামাকে দেশে আশ্রয় দেয়ার জন্যও তৈরি হয়েছিল দু' দেশের মধ্যে অসন্তোষ। ছবিতে এসবই দেখানো হবে।

কবির খান পরিচালিত ছবির টিজারেও ভারত ও চীনের মধ্যের রোমহর্ষক যুদ্ধের ঝলক দেখা যায়। 

এদিকে ছবিটি পাকিস্তানে মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ দেশটির চলচ্চিত্র নির্মাতা ও কয়েকটি সংগঠন চাচ্ছেন এবারের ঈদে নিজের সিনেমা মুক্তি দেয়া হোক। তবে পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশক সংস্থা ও চলচ্চিত্র প্রযোজনা সংগঠন চাইছে 'টিউবলাইট' ভারতের পাশাপাশি পাকিস্তানেও মুক্তি দেয়া হোক।

২০১০ সালের তথ্য ফেডারেল মন্ত্রণালয় নির্ধারিত নিয়মে উল্লেখ আছে- পাকিস্তানে মুসলিমদের ছুটির দিনে যেকোনো ভারতীয় চলচ্চিত্রের মুক্তি নিষিদ্ধ।

এইচএম 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়