• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেলফি কেন ডিলিট করলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০১৭, ১৭:১৯

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপ করার সময় শর্ট ড্রেস পরে, পায়ের ওপর পা তুলে বসে বিতর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার সেই জার্মানিতেই হলোকাস্ট মেমোরিয়ালের ভেতর সেলফি তুলে নতুন বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারে হইচই শুরু হতে সেই টুইট অবশ্য ডিলিট করেছেন তিনি।

হিটলারের আমলে প্রাণ হারানো ৬০ লাখ ইহুদির স্মৃতিতে বার্লিনে গড়ে তোলা হয় হলোকাস্ট মেমোরিয়াল। সেখানেই প্রিয়াঙ্কা গিয়েছিলেন তার ভাই সিদ্ধার্থের সঙ্গে। সেখানেই ভাইয়ের সঙ্গে সেলফি তুলে টুইটারে পোস্ট করেন এ নায়িকা।

ঘটনা হলো হলোকাস্টের ভয়াবহতার স্মৃতিতে ওই মেমোরিয়ালে ছবি তুলতে নিষেধ করা হয় পর্যটকদের। যদিও কেউই কান দেন না তাতে। সে তালিকা থেকে বাদ যাননি প্রিয়াঙ্কাও। ভাইকে নিয়ে সেলফি তুলে সেই ছবি পোস্টও করেছিলেন তিনি। হলোকাস্ট মেমোরিয়ালের সামনে পোজ দিয়ে সেলফি তোলায় সঙ্গে সঙ্গেই ট্রোলডও হতে শুরু করেন।

অত্যাচার ও মৃত্যুর ভয়াবহতা জড়ানো জায়গাতে এ ধরনের সেলফি তোলায় অনেকেই প্রিয়াঙ্কার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলেন।

অনেকে মন্তব্য করেছেন, হলোকাস্ট মেমোরিয়ালের সামনে আপনার এ সেলফি দেখার আগে আপনাকে একজন সংবেদনশীল মানুষ বলেই ভাবতাম।

কেউ বলেন, হলোকাস্ট মেমোরিয়ালে সেলফি তোলা কী ঠিক?

এটা কী প্রিয়াঙ্কার নতুন পাবলিসিটি স্টান্ট? বলেছেন কেউ কেউ।


এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh