• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশকে উৎসর্গ করে পশ্চিমবঙ্গে পথনাট্য উৎসব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২২, ২১:১৭
বাংলাদেশকে উৎসর্গ করে পশ্চিমবঙ্গে পথনাট্য উৎসব
ছবি : সংগৃহীত

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে উৎসর্গ করে অনুষ্ঠিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে একটি পথনাট্য উৎসব। এ রাজ্যের কালনা কোরাস নাট্যদলের পক্ষ থেকে আয়োজিত দু’দিনব্যাপী বার্ষিক পথনাট্য উৎসবটি শুরু হয়েছে রবিবার (২ জানুয়ারি)।

এই মহতি উদ্যোগকে স্বাগত জানানোর লক্ষ্যে কোলকাতায় অবস্থিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের কিছু শিক্ষার্থীরাও আমন্ত্রিত হয়ে যাচ্ছে তাদের ‘মা ও মাতৃভূমি’ নামক একটি নাটকের পরিবেশনা নিয়ে।

মোর্শেদ আকন্দ বলেন, “নাট্যদল কালনা কোরাসের এই মহতি উদ্যোগ কে প্রসন্ন চিত্তে সাধুবাদ জানাচ্ছি এবং একইসাথে তাদের এই আনন্দযজ্ঞে পরিবেশনার আমন্ত্রণ পেয়ে বেশ উৎফুল্ল আমরা। জয় হোক নাটকের, জয় হোক ভারত-বাংলাদেশ পারস্পরিক বন্ধুত্বের।”

ভারতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী মোর্শেদ আকন্দের নির্দেশনায় ‘মা ও মাতৃভূমি’ নাটকটি মঞ্চায়িত হবে উৎসবের শেষ দিন (৩ জানুয়ারি)।

কেইউ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh