logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০১৭, ১৭:৩০
আপডেট : ৩১ মে ২০১৭, ১৮:২১

'বাহুবলী'র প্রভাসের বিয়ে

'বাহুবলী' ছবির মাধ্যমে বিশ্বব্যাপি জনপ্রিয় এখন প্রভাস। দক্ষিণ ভারতের এ নায়কের ভক্ত বলিউডের তিন খানেদেরও পিছনে ফেলে দিয়েছে।লাখো পুরুষের মনে যেমন দিনরাত্রী জেগে রয়েছে আনুষ্কা শেট্টির ছবি তেমনই লাখ লাখ নারীর মন জুড়ে রয়েছেন প্রভাস।

'বাহুবলী'র ছবির পর থেকেই প্রভাস ও আনুষ্কা শেট্টির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে আনুষ্কা বরাবরই সে সব উড়িয়ে দিয়েছেন। আর লাজুক নায়ক বলে খ্যাত প্রভাসও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। সে সব যে সত্যিই গুজব ছিল তা প্রমাণিত হলো একটি সাম্প্রতিক খবরে। 

জানা গেছে, প্রভাসের বিয়ে নিয়ে সম্প্রতি উঠেপড়ে লেগেছে তার পরিবার। এরই মধ্যে এক সুন্দরীকে পছন্দও করেছেন তারা। তবে ওই মেয়ের সঙ্গে চলচ্চিত্র জগতের কোনো সম্পর্ক নেই।  

'রাশি সিমেন্টস'র চেয়ারম্যান, শিল্পপতি ভূপতি রাজা নাকি তার নাতনির বিয়ের সম্বন্ধ নিয়ে যান প্রভাসের পরিবারের কাছে। প্রভাসের পরিবারের এ প্রস্তাবে সম্মতি রয়েছে এবং পাত্রীকেও তাদের বেশ পছন্দও হয়েছে।

তবে বিয়ে কবে হচ্ছে, কোথায় হচ্ছে, সেই বিষয়ে এখনো জানা যায়নি। 

 

এইচএম 

RTV Drama
RTVPLUS