• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের নানান ঘটনায় ‘গেইমবাজ’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:১১
বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েদের নানা ঘটনায় 'গেইমবাজ'

বিশ্ববিদ্যালয়ের একদল ছেলে-মেয়েদের খুনসুটি, ভালোলাগা, ভালোবাসা, প্রতিহিংসাসহ নানান ঘটনার সমন্বয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘গেইমবাজ’। রোমেল ইসতিয়াকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তরুণ নাট্যনির্মাতা আতিফ আসলাম বাবলু।

নির্মাতা জানান, ‘একঝাঁক প্রতিভাবান উদীয়মান অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে যত্ন করে নাটকটি তৈরির চেষ্টা করেছি। দর্শকদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আমি নতুন প্রতিভাবান ছেলে-মেয়েদেরকে নিয়ে আরো ভালো ভালো গল্পের কাজ উপহার দেব, ইনশাআল্লাহ।’

ফ্রেম আউট এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় নির্মিত এই নাটকটিতে অভিনয় করেছেন রোমেল ইসতিয়াক, ফাইজিয়া রিয়া, আশিক খান চৌধুরী, আরমান রহমান প্রত্যয় মেহেদি হাসান, সামিহা, আলিশা তামান্না, প্রিয়াঙ্কা, ইমন রাজ, শাওন দত্ত রনি।

বর্তমানে নাটকটি সম্পাদনার টেবিলে আছে। খুব শিগগির বেসরকারি টিভি চ্যানেল ও ইউটিউবে প্রচার হবে ‘গেইমবাজ’।

এনএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh