• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৭১টি কবিতা নিয়ে শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০২১, ১১:০৩
আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা

অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশবরেণ্য জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তি অনুষ্ঠান ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস।’ মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধক কবিতাসহ বিভিন্ন ধরনের ৭১টি কবিতার আবৃত্তি নিয়ে সাধারণত প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরের শেষদিকে অনুষ্ঠিত হয়ে থাকে এই আয়োজন। অনুষ্ঠানে একটানা ৭১টি কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। প্রতিবছরের মতো এবারও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিকেল সাড়ে ৪টায় শুরু হবে এই আয়োজন।

স্বাধীনতার ৫০ তথা বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এ বছর আয়োজনে কোনো ভিন্নতা আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা আরটিভি নিউজকে জানান, এই আয়োজনে আমি মূলত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আবৃত্তি করি। এ বছরও ধারাবাহিকতা বজায় থাকবে।’

ইলেকট্রা নিবেদিত এই অনুষ্ঠানের আয়োজনে থাকবে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং সার্বিক সহযোগিতায় শিমুলের পাঠশালা ও ইয়ুথ বাংলা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

টিআই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh