• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আজ ধারাবাহিক নাটক ‘গুলবাহার’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৭, ১৩:১৩

গুলবাহার তার নাম না। বাবা মায়ের আকিকা দিয়ে রাখা নাম নওরিন হোসেইন হারিয়ে গেছে এ নামের আড়ালে। ছোটবেলা থেকেই নওরিন ছটফটে বেশি কথা বলা মেয়ে। বাবা মা আর বড় দু’ ভাইয়ের কাছে সে যেন খেলার পুতুল। কল্পনা বিলাসীতা থেকে বানিয়ে বানিয়ে মিস্টি গল্প করে, সেগুলো অন্যরা খুব উপভোগ করে। বানিয়ে বলা থেকে তার হয় মিথ্যা বলার প্রবণতা। গুল মারার ওস্তাদ হয়েছে বলে ভাইয়েরা তাকে গুলবাহার ডাকতে শুরু করে। ধীরে ধীরে এ নামটাই তার নাম হয়ে যায়। সে গুলবাহার।

গুলবাহারের মিথ্যা আর বানিয়ে বলা গল্পের বাহারে পরিবারকে নানান ঝামেলায় পড়তে হয়। একই সঙ্গে ঘটে নানান মজার ঘটনা।

ঘটনার এক পর্যায়ে বেশ আনন্দে গুলবাহারের বিয়ে হয় ইমতির সঙ্গে। যেহেতু সে পণ করেছে আর মিথ্যে না এখন থেকে সে সত্যি কথা বলবে। শ্বশুরবাড়ীর এসেই সে সবার কাছে নাহিয়ানের কথা বলে দেয়। এ বাড়ির লোকজন সহ স্বামী সবাই তাকে অন্য চোখে দেখতে শুরু করে। এবারে মিথ্যা আগের গুলো থেকেও মাত্রা ছাড়া হয়। ধরা পড়ে যায় শ্বশুরবাড়ীর সব লোকেদের কাছে। তার পরিণতি হলো ব্যাক টু দ্য প্যভিলিয়ন।

গুলবাহার ফিরে আসে বাবার বাড়ি কিন্তু ভাই থেকে শুরু করে বাবা মা সবার বিরূপ মনোভাব দেখে গুলবাহার সিদ্ধান্ত নেয়, আর কারো সঙ্গে না সে এখন থেকে একাই থাকবে। বাড়ি থেকে বের হয়ে সে চাকরীতে যোগ দেয়, নিজে আলাদা বাসা নেয় নাহিয়ানকে মিথ্যা বর সাজিয়ে। আবারো মিথ্যা। এভাবে মিথ্যার ওপরে ভর করেই চলতে থাকে গুলবাহারের দিনকাল।

এভাবেই গুলবাহার নাটকটি গুল আর গল্পে দর্শকদের মাতিয়ে তুলবে।

মাতিয়া বানু শুকু’র রচনা ও এহসান এলাহী বাপ্পী পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭ টা ৩৫ মিনিটে আরটিভিতে দেখানো হবে।

নাটকে অভিনয় করেছেন দিলারা জামান. শর্মিলী আহমেদ, আল মামুন, ইন্তেখাব দিনার, অর্পণা ঘোষ, দীপা খন্দকার, সাঈদ বাবু, ইরফান সাজ্জাদ, করভি মিজান, এলেন শুভ্র, মুনিয়া, মারজুক রাসেল, বাপ্পি আশরাফ।


এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh