• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আজমির শরিফে নিরব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:১৮
আজমির শরিফে নিরব
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্র নায়ক নিরব আর ইমন খুব কাছের বন্ধু। এ কথা প্রায় সবারই জানা। তবে নিরব গত ৩ ডিসেম্বর ঢাকা থেকে রাজস্থান উড়াল দেন, ভারতীয় মেগা প্রজেক্টের শুটিংয়ের কাজে। যদিও সেসব বিষয়ে এখনই মুখ খুলছেন না তিনি। বলছেন, ‘৯ ডিসেম্বর ঢাকায় ফিরে খবরটি বলব। আশা করছি সবাই চমকে যাবেন।’

তবে ঢাকায় ফিরে সবাইকে চমকে দেওয়ার আগে বন্ধু ইমনের ফোনকল ফাঁস নিয়ে তিনি বললেন, ‘খুবই দুঃখজনক। তারচেয়ে বড় বিষয় এটি বিব্রতকর। আমি মনে করি এখানে ইমন পরিস্থিতির শিকার হয়েছে।’

সেখানে সোমবার (৬ ডিসেম্বর) বিকালে রাজস্থানের বিখ্যাত আজমির শরিফ দরগায় যান। সেখানে গিয়ে হাত তোলেন, প্রার্থনা করেন সবার মঙ্গল চেয়ে।

নিরব আরটিভি নিউজকে বলেন, ‘সত্যি বলতে রাজস্থানে আশার পরই প্রথম নিয়ত ছিল আজমির শরিফে যাওয়ার। কারণ আগে কখনও যাইনি। ইমনের খবরটি পাওয়ার পর মনটাও বিষণ্ণ হয়ে গেছে। সবমিলিয়ে প্রশান্তি নিয়ে ফিরলাম দরগা থেকে।’

মঈনুদ্দীন চিশতির ঐতিহাসিক এই দরগায় গিয়ে দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরলেন নিরব। বললেন, ‘দরগার অনুভূতিটা- অন্যরকম। ঢোকার পর মনে হলো শরীরে এনেসথেসিয়া দেওয়া হলো! ঠাণ্ডা একটা অনুভূতি হলো শরীরজুড়ে।’

আজমির শরিফে কেন? জবাবে নিরব বলেন, ‘আমি হাত তুলে আমার দুই মেয়ের জন্য দোয়া করেছি। স্ত্রী, বাবা-মা-ও ছিলেন। প্রার্থনায় পৃথিবীর সকল মানুষই ছিল। তবে এটাও সত্যি, বন্ধু ইমনের ভালো চাই আমি। ও যেন উটকো কোনো বিপদে না পড়েও- সেটাও ছিল প্রার্থনায়। এটাই তো স্বাভাবিক।

এদিকে গতকাল (৬ ডিসেম্বর) নিরব যখন ব্যস্ত আজমির শরিফে একই সময়ে মক্কায় অবস্থান করছিলেন মাহি। সেখান থেকে তিনি ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান জানান দেন। বললেন, ‘আরও একবার ছোট হলাম দেশবাসীর কাছে।’

কেইউ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকার বিছানায় ঘুমিয়ে ভাইরাল দুর্নীতিতে অভিযুক্ত নেতা 
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
জাতীয় পতাকা উত্তোলনের সময় পকেটে হাত, অধ্যক্ষের ছবি ভাইরাল
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
X
Fresh