• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমিশা প্যাটেলকে গ্রেপ্তারের নির্দেশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ২১:৫৭
ছবি: সংগৃহীত

আমিশা প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার কাছ থেকে ৩২ দশমিক ২৫ লাখ টাকা ধার করেন সিনেমা নির্মাণের জন্য। এই সমঝোতায় অভিনেত্রী অভিযোগকারী সংস্থাকে দুটি চেক দেন, কিন্তু ব্যাংক থেকে জানানো হয়েছে যে, দুটি চেকই বাউন্স করেছে অর্থাৎ অচল।

চেক বাউন্সের মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

ভারতের মধ্যপ্রদেশের ভোপাল জেলা ও দায়রা আদালত সোমবার (২৯ নভেম্বর) অভিনেত্রীর বিরুদ্ধে ৩২ দশমিক ২৫ লাখ রুপির চেক বাউন্সের মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার অভিনেত্রীর বিরুদ্ধে এ মামলা করেছিল।

সংস্থাটির পক্ষ থেকে আইনজীবী জানান, তাদের অভিযোগ আমিশা প্যাটেল ও তার সংস্থা ৩২ দশমিক ২৫ লাখ টাকা ধার করেন সিনেমা নির্মাণের জন্য। এই সমঝোতায় অভিনেত্রী অভিযোগকারী সংস্থাকে দুটি চেক দেন, কিন্তু ব্যাংক থেকে থেকে জানানো হয়েছে যে, দুটি চেকই বাউন্স করেছে অর্থাৎ অচল।

আগামী ৪ ডিসেম্বরে এই মামলার শুনানিতে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।

এর আগেও চেক বাউন্সের মামলায় পড়েছেন অভিনেত্রী। ২০১৯ সালে ভারতের ঝাড়খন্ডের রাচির এক আদালত আমিশার বিরুদ্ধে চেক বাউন্স এবং প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

আগামীতে আমিশাকে দেখা যাবে এরপর থ্রিলার ঘরানার সিনেমা মিস্ট্রি অফ ট্যাটুতে। এতে আরও রয়েছেন, অর্জুন রামপাল ও ডেইজি শাহ।

কেইউ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh