• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাকা কলেজের মাঠ এখন রেসকোর্স ময়দান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২১, ১১:১১
ছবি: সংগৃহীত

১৮১ বছরের পথচলায় প্রতি পরতেই রয়েছে ইতিহাস। তবে এবার যেন সেটি আর সমৃদ্ধ হলো। আরো একবার ইতিহাসের সাক্ষী হলো প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজ। এখানে চলছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন চরিতের উপর নির্মিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’র চিত্রায়ন।

সিনেমার শুটিং উপলক্ষে পুরোদমে পাল্টে গেছে ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠের চিত্র। ১৯৭১ সালের রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশটি এখানেই চিত্রায়ন করা হবে। এ যেন এখন একখন্ড ‘রেসকোর্স ময়দান’। যেখানে ফিরে আসবেন বঙ্গবন্ধু, তর্জনী উঁচিয়ে দেবেন স্বাধীনতার ঘোষণা।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা কলেজ মাঠকে সাজানো হয়েছে রেসকোর্স ময়দানের আদলে। দেখানো হবে ১০ লাখ মানুষের সমাবেশ। এর আগে গত ২৩ নভেম্বর এখানে চিত্রায়িত হয়েছে বঙ্গবন্ধুর ১০ জানুয়ারির ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চিত্র।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ করছেন ১৯৭০ পরবর্তী কালের ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই বায়োপিকের চিত্রায়ন ঢাকা কলেজে হওয়ায় বেশ উচ্ছ্বসিত ঢাকা কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও।

জুনিয়র আর্টিস্ট হিসেবে শুটিং এ অংশ নেয়া ঢাকা কলেজ শিক্ষার্থী আহমেদ জায়িফ বলেন, 'শুটিংয়ে অংশ নিতে পেরে আমি গর্বিত৷ নিজেকে ইতিহাসের অংশ হিসেবে ভাবতেই ভালো লাগছে৷ আমিসহ আমার বন্ধুরা উৎসাহ নিয়েই এই শুটিংয়ে অংশ নিয়েছি৷'

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার বলেন, 'আবারও ইতিহাসের অংশ হলো ঢাকা কলেজ। বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজিত বঙ্গবন্ধুর বায়োপিকের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চিত্রায়িত হচ্ছে ঢাকা কলেজের খেলার মাঠে। ১৯৭০ পরবর্তী কালের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগল ছবিটি পরিচালনা করছেন। শিক্ষক পরিষদ সম্পাদকসহ হল সুপাররা এ বিষয়ে সার্বক্ষণিক খেয়াল রাখছেন। আমরা অত্যন্ত গর্বিত।'

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি ভারতে বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং শুরু হয়। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদী।

গত সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে নভেম্বরের শেষে শুরু হয়েছে। ২০২২ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বায়োপিকটি মুক্তি পেতে পারে।

এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। আরও নানা চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দীঘি, তৌকির আহমেদ, রিয়াজ, তুষার খানসহ একঝাঁক তারকাকে।

কেইউ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে শান্তির জায়গা খুঁজে পেলেন পরীমণি!
বুর্জ খলিফায় প্রদর্শিত হবে শাকিবের সিনেমার ট্রেলার, ব্যয় হতে পারে যত টাকা
যে কারণে সিনেমা মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে থাকবে অ্যাম্বুলেন্স
‘জ্বীন-টু’ সিনেমার পোস্টার নকলের অভিযোগ
X
Fresh