• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদ্যা সিনহা মিম পেলেন সেরা করদাতার পুরস্কার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২১, ২১:২৩
বিদ্যা সিনহা মিম পেলেন সেরা করদাতার পুরস্কার

সেরা করদাতার পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

বুধবার (২৪ নভেম্বর)২০২০-২১ করবর্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে তার হাতে সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড তুলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

এ পুরস্কার পেয়ে ভীষণ আনন্দিত বিদ্যা সিনহা মিম। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সম্মাননা গ্রহণের কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে লেখেন, ‘আবার এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ!’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)গত ১৭ নভেম্বর দেশের সেরা করদাতাদের নাম ঘোষণা করে।

এবার জ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী, শিল্পীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়।

এর মধ্যে এবার অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা হন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ।

এ ছাড়া শিল্পী (গায়ক/গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান বা নৌপথের ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারসহ বেশ কিছু সরকারি সুবিধা পাবেন তারা।

এমএন

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
X
Fresh