Mir cement
logo
  • ঢাকা রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২১, ১১:১১
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১:১৯

এক ফ্রেমে তিন নায়ক

ছবি: সংগৃহীত

ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। এতোদিন আলাদাভাবে এই তিন নায়ক বড় পর্দা মাতিয়ে আসছিলেন। তবে এর আগে একই সিনেমায় একসঙ্গে তাদের কখনই দেখা যায়নি।

তবে এবারই প্রথম জুটি বেঁধে সিনেমায় হাজির হতে যাচ্ছেন তারা। জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে আলাদা তিনটি চরিত্রে দেখা যাবে চঞ্চল, শুভ ও সিয়ামকে।

বায়োপিকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শওকত মিয়ার চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ।

সম্প্রতি ঢাকায় ‘বঙ্গবন্ধু’র সিনেমার শুটিং শুরু হয়েছে। যেখানে তারা অংশ নিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) চঞ্চল ও শুভর সঙ্গে তোলা ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন সিয়াম। একই ছবি পোস্ট করেছেন চঞ্চল চৌধুরীও। সিয়াম ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল’। ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা দর্শকদের নজর কেড়ে নেয়। একসঙ্গে এই তিন নায়কে দেখে অনেকে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল।

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

জানা যায়, ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

কেইউ/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS