Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

হাসপাতালে ভর্তি অভিনেতা কমল হাসান

ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা কমল হাসানকে।বর্তমানে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে কমল হাসান এক টুইটে জানান, সর্দি-কাশি হওয়ায় করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে চেন্নাইয়ের একটি হাসপাতালে রয়েছেন তিনি। পুরোপুরি কোয়ারেন্টাইনে রয়েছেন। পাশাপাশি জানান একটা কথা বুঝতে হবে, এখনও কোভিড বিদায় নেয়নি। সচেতন থাকতেই হবে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কমল হাসান। নিজের পোশাকের ব্র্যান্ডের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন তিনি। কয়েক দিন আগে ভারতে ফেরেন এই অভিনেতা। দেশে ফেরার পরই সামান্য সর্দি-কাশিতে আক্রান্ত হন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

কমল হাসানের হাতে রয়েছে লোকেশ কানাগারাজ পরিচালিত ‘বিক্রম’ সিনেমার কাজ। দেশে ফেরার পর সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তা আপাতত হচ্ছে না।

কেইউ/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS