• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাটাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০১৭, ২০:৩৭

বাহুবলী ফ্রাঞ্চাইজিতে কাটাপ্পার চরিত্রে অভিনয় করা সত্যরাজ এখন সবার কাছেই পরিচিত নাম। ছবিটিতে তার চরিত্রটি ভালো লেগেছে সবারই। তবে তার বিরুদ্ধে জারি করা হয়েছে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা।

শুধু সত্যরাজ নয় একই গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করা হয়েছে দক্ষিণী অভিনেতা সুরিয়া, আর সরথকুমার ও স্রিপ্রিয়ার বিরুদ্ধেও।

২০০৯ সালে করা একটি মামলায় তারা জড়িত থাকা সত্ত্বেও শুনানিতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, ২০০৯ সালে সাউথ ইন্ডিয়া সিনে অ্যাক্টরস’ অ্যাসোসিয়েশনের (নদীগড় সঙ্গম) সভায় তামিলের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে ওই অভিনেতাদের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে বলে তারা পত্রিকাটির নিন্দা জানান।

ওই নিন্দার বিষয়ে ফ্রিল্যান্স সাংবাদিক এম রোজারিও বলেন, সভায় শুধু ওই দৈনিক নয় সব সাংবাদিককেই নিন্দা করেন তারকারা।

২০১১ সালে এ অভিনেতাদের কোর্টে হাজির হবার জন্য বলা হয়। পরে তারা মাদ্রাজ হাইকোর্টে তাদের হাজিরা দেয়ার ব্যাপারে জানতে চেয়ে পিটিশন করেন। কিন্তু তাদের করা পিটিশন খারিজ করে কোর্ট।

সম্প্রতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেনথিকুমার রজভেল শুনানির জন্য এ অভিনেতাদের হাজির না হবার বিষয়টি জানতে পারলে তিনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার ভারতের বিনোদন বিষয়ক জনপ্রিয় নিউজ পোর্টাল বলিউড বাবল ডট কমে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh