Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২১, ১৯:৫২
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২০:১২

পূজামণ্ডপে কাজলের সঙ্গে বোনের ঝগড়া, থামালেন মা (ভিডিও)

ছবি: সংগৃহীত

গাঢ় নীল শাড়িতে সোনালি রঙের কারুকাজ। হাতে একই রঙের কাচের চুড়ি। টেনে চুল বাঁধা। শাড়ি ঠিক করতে ব্যস্ত বলিউড অভিনেত্রী কাজল। কিন্তু মন পড়ে রয়েছে বোনের দিকে। বোন অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায় কী বলছেন, ভিডিওতে তা স্পষ্ট নয়। তবে কাজলের মুখে বিভিন্ন অঙ্গভঙ্গি। হঠাৎ যেন বোনকে প্রায় ধমক দিলেন কাজল। একটু জোড়েই বললেন, ‘চুপ করো। তোমাকে এইকাজের জন্য কেউ প্রশংসা করবে না।’

কিন্তু ঝগড়ার কারণ বোঝা প্রায় অসম্ভব। এর মধ্যেই মা তনুজা এগিয়ে এসে স্নেহমাখা হাসিমুখে দুজনকেই থামিয়ে দিলেন। মেয়েদের ধমক দিতেই তারা চুপ হয়ে গেলেন। হাসিমুখে দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করলেন সকলে।

দুর্গাপূজা শেষ হয়ে গেলেও কিন্তু তার রেশ কাটেনি এখনও। তার ওপরে যদি মুম্বাইয়ের বাঙালিদের বা আধা-বাঙালিদের পুজোর ঝলকের ছড়াছড়ি থাকে, তবে তো আর কোনো কথাই নেই। তেমনই ঘটছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘুরে ফিরে ভাইরাল এখন দুই বোনের ঝগড়া। তবে দুই তারকাকে মজার ছলে ঝগড়া করতে দেখে অবশ্য মজা পেয়েছেন ভক্তরা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

কেইউ/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS