Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২১, ২২:১০
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:১৪

নতুন বিতর্কে নুসরাত

নতুন বিতর্কে নুসরাত

টালিউডের তারকা অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। একের পর এক ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই নায়িকা। এক ঘটনা শেষ না হতেই আরেক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় সমালোচনা।

গেল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ছিল নবমী। এদিন গাঢ় ফিরোজা রঙের শাড়ির সঙ্গে মানানসই গহনা পরেছিলেন নুসরাত। দুই ভ্রুর মাঝে শোভা পাচ্ছিল লাল রঙের টিপ। এসব ছাড়াও লাস‌্যময়ী নুসরাত হাতে পরেছিলেন শাঁখা-পলা। দুর্গাপূজা উপলক্ষে এভাবেই সেজেছিলেন অভিনেত্রী। এমন সাজের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নুসরাত। এতেই বাঁধে বিপত্তি।

নেটিজেনদের একাংশ নুসরাতের রূপের প্রশংসা করলেও কেউ কেউ সমালোচনাও করছে। অনেকেই তার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। মুসলিম হয়েও কেন শাঁখা-পলা পরেছেন, তা নিয়ে চিন্তার যেন শেষ নেই তাদের! তবে মানুষের কথায় খুব একটা কান দেন না নুসরাত। বরাবরের মতো এবারও তিনি নিশ্চুপ।

নুসরাত জাহান মুসলমান হলেও বিয়ে করেছিলেন হিন্দু ধর্মের নিখিল জৈনকে। সেই সংসার অবশ্য ভেঙে গেছে। গত বছরই নিখিলকে ছেড়ে চলে আসেন নুসরাত। তাদের বিবাহবিচ্ছেদের মামলা এখনও মীমাংসা হয়নি।

বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার করছেন নুসরাত। গত আগস্টে যশের পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। অভিনয়, রাজনীতি, সংসার নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই সংসদ সদস্য।

উল্লেখ্য, যশ ও নুসরাত বিয়ে করেছেন কি না, তা এখনও জানা যায়নি। তবে যশকে স্বামী হিসেবেই সম্বোধন করেন নায়িকা। সম্প্রতি যশের জন্মদিনে একটি বিশেষ কেক অর্ডার করেছিলেন নুসরাত। দুই স্তরের সেই কেকটির ওপরের অংশে লেখা ছিল ‘স্বামী’ শব্দটি। যেটা দেখে রহস্যের জট অনেকটাই খুলেছে।

এনএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS