• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

'মানুষ দূরে থাক, শয়তানও বলতে পারবে না নিরব কারো টাকা মেরেছে'

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২১, ২২:২৩
'মানুষ দূরে থাক, শয়তানও বলতে পারবে না নিরব কারো টাকা মেরেছে'

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। এক দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

অভিযোগ আছে- আরজে নিরবের কাজই ছিল সাধারণ মানুষদের আকৃষ্ট করা। নিজের ফেসবুক অ্যাকাউন্টেও তিনি কিউকম নিয়ে নানান প্রচারণা চালিয়েছেন। তার কথায় বিশ্বাস করে সাধারণ মানুষ লাখ লাখ টাকা বিনিয়োগ করে পথে বসেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আরজে নিরবের প্রচারণায় আকৃষ্ট হয়ে গ্রাহকরা কিউকমের প্রতি ঝুঁকেছিলেন। তাই কোনোভাবেই দায় এড়াতে পারেন না নিরব।

এদিকে আরজে নিরবের সু-বিচার এবং মুক্তির দাবিতে সরব হয়েছেন তার স্ত্রী, পরিবার, সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা। প্রিয় বন্ধুর সু-বিচার প্রত্যাশা করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ, অভিনেতা-উপস্থাপক ইমতু রাতিশ।

স্ত্রী ও কন্যার সঙ্গে তোলা নিরবের একটি ছবি পোস্ট করে ইমতু রাতিশ লিখেছেন, 'ছবির মানুষগুলো আমার অন্তরের অনেক কাছের। আত্মার আত্মীয়। কর্তাকে সবাই চেনেন। আরজে নিরব। বধূটি আমার বোন। আর তাদের একমাত্র কলিজার টুকরা আমাদের ভাগ্নি। খুব সুখী, সাধারন পরিবার। সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ঝড়ে সব এলোমেলো।'

তিনি আরও লিখেছেন, 'কিছু কথা না বলে পারছিনা। কাছের মানুষই একমাত্র একজন মানুষকে ভালোভাবে বিচার করতে পারে। তার ভুল-ত্রুটি চোখে পড়ে। নিরবকে আমি কাছ থেকে দেখছি আজ প্রায় ১১ বছর। নিরব কারো সাথে খারাপ ব্যবহার করেছে বা কারো টাকা মেরে দিয়েছে বা সে কারো সাথে অবিচার করেছে এটা বুকে হাত দিয়ে মানুষ দূরে থাক স্বয়ং শয়তানও বলতে পারবে না। জীবনে কখনো মদ, সিগারেট ছুঁয়েও দেখেনি। সেই মানুষটা আজ কিছু মিথ্যাচারের চাদরে ফেঁসে আছে। খোদা মহান, খোদা সবচাইতে বিজ্ঞ। তিনি সুবিচারক। নিরব তার প্রাপ্য সম্মান এবং মর্যাদা আবার ফিরে পাবে। দেশে আইন আছে, সুবিচার পাওয়ার অধিকার সবার আছে। নিরবও পাবে। ইনশাল্লাহ।'

এ প্রসঙ্গে ইমতু রাতিশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরটিভি নিউজকে জানান, 'সত্য সুন্দর। আমি বিশ্বাস করি নিরব নির্দোষ। সে যদি সত্যিই দোষ করে থাকে, তবে দেশের আইন তার বিচার করবে। কিন্তু কোম্পানির দোষে কখনো কর্মচারীর বিচার হওয়াটা কতটা যৌক্তিক, সে বিষয়ে আমি সন্দেহ পোষণ করি। সত্যের জয় হোক।'

অন্যদিকে মডেল ও অভিনেতা হোসেইন নিরব 'আরজে নিরব'-এর মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন। ফেসবুকে আরজে নিরবের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'ছবির মানুষটাকে আমি চিনি সেই ২০১৫ সাল থেকে। সেই থেকে আজ অবধি তার যে গুণটা আমকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে তার কাজের প্রতি সততা, নিষ্ঠা। একদম কাজ পাগল একজন মানুষ। সে তার সততা আর মেধার কারণেই আজকে একটা ব্রান্ড আরজে নিরব। আমি বিশ্বাস করি না এই মানুষটা কোন অন্যায় করতে পারে কিংবা মানুষ ঠকাতে পারে।'

এর আগে আরজে নিরব গ্রেপ্তারের পর গত শনিবার (৯ অক্টোবর) মধ্যরাতে তার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুক প্রোফাইলে দিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন স্ত্রী অভিনেত্রী লাবণ্য লিজা।

তিনি লিখেছেন, 'তোমাকে নিয়ে আমি গর্বিত, আরও বেশি হব। এই অন্ধকার কেটে যাবে ইনশাআল্লাহ। অন্য সবার থেকে আমি ভালো করে জানি, তুমি দোষী নও। তুমি সবসময় তোমার সাধ্যের বাইরেও মানুষকে সাহায্য করেছ। তুমি কখনও কাউকে আঘাত করার কথা ভাবতেও পারো না। কিন্তু আমি ভালো করে চিনতেছি, কে আমাদের বন্ধু আর কে শত্রু।'

প্রসঙ্গত, অন্যান্য ই-কমার্স সাইটের মতো কিউকমও চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো। প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ইভ্যালি, ই-অরেঞ্জসহ কয়েকটি ই-কমার্স সাইটের মালিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পর সম্প্রতি অফিস বন্ধ করে দেয় কিউকম। এই ই-কমার্স সাইটটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে।

আরজে নিরবকে গ্রেপ্তারের আগে পল্টন থানার একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কিউকমের সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
X
Fresh