Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

গোপনে বিয়ে করলেন স্বস্তিকা?

ছবি: সংগৃহীত

খোলামেলা কথার বলার কারণে প্রায়ই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি পূজা উপলক্ষে সামাজিক মাধ্যমে শেয়ার করা তার একটি ছবি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তিনি হলে টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। অনেকেই ধারণা করছেন এবারের পূজায় বিয়ের কাজটাও কি সেরে ফেললেন তিনি!

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে পূজার আড্ডা দিচ্ছেন তিনি। হাতে শাঁখা, মাথায় সিঁদুর, কপালে লাল টিপ দেখে প্রশ্ন উঠছে ‘ডিভোর্সি’ হিসেবে পরিচিত সিঙ্গেল অভিনেত্রী তাহলে বিয়েটা করলেন কবে? প্রেম হোক বা সম্পর্ক সবকিছু নিয়েই খোলাখুলিভাবে কথা বলতে ভালোবাসেন তিনি। কিন্তু এবারের ব্যাপারটা নিয়ে রহস্য জমাট বাঁধছে।

শুধু ছবিই দেননি এবার। বরং হাতের শাঁখা নিয়ে এক অনুরাগীর সঙ্গে গল্পও করেছেন। কোথায় এ রকম শাঁখা কিনতে পাওয়া যায় তার খোঁজও দিয়েছেন। তবে বিয়ের ব্যাপারে এখনও কোন ঘোষণা দেননি

উল্লেখ্য, অভিনয় জগতে আসার আগেই ১৯৯৮ সালে স্বস্তিকা মুখোপাধ্যায় বিয়ে করেন বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তখন জিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্ক ছিল তার। এরপর নাম জড়ায় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তারপর সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন করছিলেন বলেও টলিপাড়ায় খবর রটেছিল।

কেইউ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS