• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ধ্রুব এষের গল্পে ‘উত্তর পুরুষ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০১৭, ১৬:৫৮
ছবিতে ধ্রুব এষ

দেশের নামকরা চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এষের লেখা উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে। ‘উত্তর পুরুষ’ নামে এ ছবিটি তৈরি করছেন তরুণ নির্মাতা দীপান্ত সরকার।

দীপান্ত বলেন, ধ্রুব এষের শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা উপন্যাস অবলম্বনে তৈরি হবে ছবিটি। এরই মধ্যে কলাকুশলী নির্বাচনের কাজও শুরু হয়েছে।

তিনি আরো বলেন, ‘ধ্রুব এষ বাংলাদেশের কিংবদন্তী প্রচ্ছদ শিল্পী। এর বাইরেও তিনি একজন শক্তিমান গদ্যকার। শঙ্খনীল দাস স্মরণ সংখ্যা উপন্যাসটিতে তিনি সেই স্বাক্ষর রেখেছেন। ধ্রুবএষের জীবনের প্রচ্ছন্ন ছাপ রয়েছে গল্পটিতে যা দর্শক পর্দায় দেখতে পাবেন।’

ধ্রুব এষ বলেন, ‘দীপান্ত সরকার নবীন নির্মাতা। পরিচালক হিসাবে ওকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি। ছবির জন্য গল্পে দরকারি পরিবর্তন করবে। এক্ষেত্রে আমার কোনো বাধা নেই। আমি চাই একটা ভালো ছবি তৈরি হোক।’

নাগরিক জীবনের কোলাহলে বেড়ে ওঠা তরুণ লেখক সম্প্রদায়, এক লিটলম্যাগ পরিবার, কতিপয় চিত্রশিল্পী, সাংবাদিক ও কাছের চিরচেনা কিছুমুখ ছবির গল্পে দেখানো হবে।

আসছে সেপ্টেম্বর মাসে রামলীলা প্রযোজিত চলচ্চিত্র উত্তর পুরুষের চিত্রধারণ শুরু হবে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh